TRENDING:

কন্যাশ্রীর টাকা দিতে দেরি, বেতন বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের

Last Updated:

কন্যাশ্রীর টাকা দিতে দেরি, বেতন বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের টাকা দিতে গড়িমসি। বিডিওকে বেতন বন্ধের হুঁশিয়ারি ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের। সাত দিনের মধ্যে কন্যাশ্রীর টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক।
advertisement

হুগলির রামমোহন কলেজে প্রথম বর্ষে পড়ার সময়ই খানাকুলের বাসিন্দা রূপালি দত্তের বিয়ে হয়ে যায়। বিয়ের এক বছর আগে অর্থা‍ৎ, ২০১৪-য় পড়াশোনা করার সময়ই, কন্যাশ্রী প্রকল্প বাবদ প্রাপ্য টাকা পাওয়ার আবেদন করেন তিনি। মাঝে তিন বছর পেরিয়ে গেলেও সেই টাকা আজও মেলেনি।

উপরন্তু খানাকুলের বিডিও অফিসের তরফে গত বছরের নভেম্বরে জানানো হয়, ২০১৩-১৪-র আর্থিক বর্ষের সিস্টেম ক্লোজ হয়ে যাওয়ায় সেই টাকা আর পাওয়া যাবে না। প্রশাসনের দোরে দোরে ঘুরেও নিট ফল শূন্য। শেষমেশ প্রাপ্য টাকা পেতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রূপালি দত্ত।

advertisement

সোমবার মামলার শুনানির সময় প্রশাসনের এহেন ভূমিকায় ক্ষুব্ধ আদালত। কন্যাশ্রী প্রকল্পের টাকা দিতে টালবাহানা করায়, বিডিওকে কড়া ভর্ৎসনা করেন বিচারপতি দেবাংশু বসাক। সাতদিনের মধ্যে মামলাকারীকে প্রাপ্য টাকা না দিলে, বিডিওর বেতন বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

এদিকে, হাইকোর্টের এই নির্দেশের পর নতুন করে আশার আলো দেখছেন এক সন্তানের মা। অভাবের তাড়নায় মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। এবার কন্যাশ্রীর প্রাপ্য টাকা মিললে ফের পড়াশোনা শুরু করতে চান রূপালি দত্ত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কন্যাশ্রীর টাকা দিতে দেরি, বেতন বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের