বাঙালির বারো মাসের তেরো পার্বনে সব সময়ের সঙ্গী। এই যেমন হাতিবাগান মার্কেট। ১৫০ বছরেরও বেশি পুরোনো বাজার আজও বাঙালির মন টানে। কিন্তু পকেট? ক্রেতাদের অনেকেরই দাবি, এখন আর মোটেই সস্তা নয় ফুটপাতের জিনিস। মলের সঙ্গে এই সব মার্কেটের দামে খুব একটা ফারাক নেই। কিন্তু কেন এই অবস্থা। শুধুই যুগের বদল নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?
advertisement
আরও পড়ুন - Dengue in Bardhaman: বর্ধমান মেডিকেলে বৈঠকে গিয়ে অসন্তোষ প্রকাশ রেগে আগুন মন্ত্রী স্বপন দেবনাথ
গড়িয়াহাটে কানপাতলে শোনা যায়, এখানে হকারি করতে হলেও পকেটের জোর লাগে। সূত্রের খবর, গড়িয়াহাট মার্কেটে ফুটপাথে ১ ফুট জায়গার দাম ১ লক্ষ টাকা। নতুন দোকান খুলতে ১ ফুটের জন্য 'তোলা' দিতে হয় ১ লক্ষ টাকা। জায়গা পাঁচ ফুট হলে তোলা দিতে হবে ৫ লক্ষ টাকা। এই টাকা এককালীন। সঙ্গে রয়েছে দৈনিক 'তোলা'।দোকান হস্তান্তরের ক্ষেত্রে ১০ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত তোলা দিতে হয় । কারা নেয় এই তোলা?সূত্রের খবর, টাকা দিতে হয় পুলিশ একাংশ ও হকার ইউনিয়নের নেতাদের।
আরও পড়ুন - Beauty Tips: ডিম শব্দটা শুনলেই জিভে জল! শুধু খাবেন না ফেসপ্যাকেও করুন ডিমের ব্যবহার
অভিযোগ, টাকার বিনিময়ে পুলিশের একটা অংশের মদতে যথেচ্ছভাবে হকার বসাচ্ছেন ইউনিয়নের নেতারা। সম্প্রতি এইরকমই বিস্ফোরক অভিযোগ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হাতিবাগান বাজারের ক্ষেত্রেও যে অসাধুচক্র সক্রিয়, তা এখানকার ব্যবসায়ীদের একাংশের কথাতেই স্পষ্ট। যদিও মেয়র ফিরহাদ হাকিমের তরফে পুলিশকে নির্দেশ দেওয়ার পর রবিবার সন্ধ্যায় হাতিবাগান হকার্স মার্কেটে দেখা গেল ফুটপাথ এবং রাস্তায় অবৈধভাবে বসা হকারদের দখলমুক্ত করতে পুলিশি অভিযান।
Venkateswar Lahiri