রবিবার দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় জখম হন মহম্মদ শামি। মাথায় চোট লাগায় ভারতীয় পেসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি বিপন্মুক্ত বলে দাবি চিকিৎসকদের।
আরও পড়ুন--ফেসবুকে ফের মহিলাদের সঙ্গে শামির চ্যাটের স্ক্রিনশটস পোস্ট করলেন হাসিন !
advertisement
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে রেহাই মিলতেই দেরাদুনে আইপিএলের প্রস্তুতি শুরু করেন মহম্মদ শামি। রবিবার দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময়েই অন্য একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় মাথায় আঘাত পান শামি। দ্রুত তাঁকে দেরাদুনের সিএমআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় ক্রিকেটারের মাথায় চারটি সেলাই পড়েছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে একদিন বিশ্রাম নিতে বলেছেন। দেরাদুনে শামি যে অ্যাকাডেমিতে অনুশীলন করেন, তার দায়িত্বে রয়েছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের বাবা। তিনি জানান, শামি সুস্থই রয়েছেন। তাঁর আইপিএল খেলা নিয়ে কোনও সমস্যা হবে না।
অভিমানি হাসিন আরও বলেন, আলিশবা বা ওর বান্ধবীরা আজ ওর খবর নিয়েছে কী না জানা নেই ৷ দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে সারাদিন তাঁর চরম উৎকন্ঠাতেই দিন কেটেছে ৷ শেষে সংবাদমাধ্যমের কাছে শামির বিপন্মুক্ত হওয়ার খবর পেয়ে নিশ্চিন্ত হয়েছেন হাসিন ৷