TRENDING:

মডেলিংয়ে এসে বিপাকে পড়লেন হাসিন, খোরপোশের আর্জি খারিজ করল আদালত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ, আদালতে মামলা দায়ের এসবের মধ্যেই মডেলিং কেরিয়ারে ফিরে গিয়েছিলেন হাসিন জাহান ৷ শুরু করেছিলেন অভিনয় এমনকি বলিউডি ছবিতেও কাজ শুরু করছেন শামি পত্নী ৷
advertisement

আর আলিপুর কোর্টে হাসিনের এই কাজ করার প্রমাণ দেওয়াতেই রায় গেল তাঁর বিপক্ষে ৷ মহম্মদ শামির থেকে খোরপোষ বাবদ ৭ লক্ষ টাকা এবং ৩ বছরের মেয়ের দেখাশুনোর জন্য ৩ লক্ষ টাকা চেয়েছিলেন হাসিন ৷ তবে হাসিন ফের কাজ শুরু করেছেন ফলে তাঁর আর শামির টাকার কোনও প্রয়োজন নেই এই মর্মে দাখিল করেন ভারতীয় পেস ব্যাটারির আইনজীবী ৷ সেই তত্ত্বে সায় দেন আলিপুর আদালতের বিচারক নেহা শর্মা ৷ হাসিনের খোরপোশের আর্জি তিনি খারিজ করে দিয়েছেন ৷

advertisement

Photo Courtesy : Haseen Jahan/ Twitter Handle

এখন শুধুমাত্র মেয়ের ভরণ পোষণের জন্য মহম্মদ শামি মাসে ৮০ হাজার টাকা দেবেন এমনটাই জানিয়েছেন মহম্মদ শামির আইনজীবী সেলিম রহমান ৷

আরও পড়ুন - বুলেট ট্রেনের জন্য রেলে হবে নয়া নিয়োগ, জানুন যোগ্যতা মান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এদিকে নিম্ন আদালতের এই রায়ে একেবারেই খুশি নয় হাসিন জাহানরা ৷ হাসিনের আইনজীবী জানিয়েছেন মহম্মদ শামির বার্ষিক আয় ১০ কোটি টাকা যেটা হাসিন প্রমাণ করতে পারেননি ৷ এবার তারা সেটা প্রমাণ করবেন এবং উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মডেলিংয়ে এসে বিপাকে পড়লেন হাসিন, খোরপোশের আর্জি খারিজ করল আদালত