সূত্রের খবর, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত না মিললে বি পি গোপালিকা মুখ্যসচিব হতে পারেন বলেও শোনা যাচ্ছিল। তবে শেষমেষ হরিকৃষ্ণ দ্বিবেদীরই মেয়াদ বাড়ল।
আরও পড়ুন: বুধ রাত থেকে উথালপাতাল জীবন, ‘নিখোঁজ’ সায়নী ঘোষ! ইডি-র হাজিরা নিয়ে বড় সংশয়
advertisement
২০২১ সালের ৩১ মে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক হিসেবেও কাজ করেছেন একসময়। হরিকৃষ্ণ দ্বিবেদীর আগে মুখ্যসচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তবে সেই সময় পরিস্থিতি জটিল ছিল অনেকটাই। মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে কাজে যোগ দেন তিনি।