অয়ন মণ্ডল খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হল আরও এক জনকে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অয়নের বান্ধবীর ভাইয়ের আরও এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরুর পরই অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধু ওড়িশার জাজপুরে পালিয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধু, অন্য এক বন্ধুকে সঙ্গে নিয়ে দু’হাজার টাকার বিনিময়ে কুঁদঘাট থেকে একটি ছোটো হাতি ভাড়া করে, সেই গাড়ি করেই মগরাহাটে নিয়ে যাওয়া হয় অয়নের মৃতদেহ। অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধুকে গ্রেফতারের পর ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।
advertisement
আরও পড়ুন: 'হাতিয়ার' সিঙ্গুর! নভেম্বরে 'বড়' প্ল্যান! পঞ্চায়েত ভোটের আগে কোমর বাঁধছে বিজেপি শিবির
দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিল হরিদেবপুরের বাসিন্দা বছর একুশের যুবক৷ দু'দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাট এলাকা থেকে যুবকের দেহ উদ্ধার করা হল৷ ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, অয়ন মণ্ডল নামে ওই যুবক অ্যাপ নির্ভর বাইক চালাতেন৷ দশমীর রাতে এক বন্ধু তাঁকে হরিদেবপুর এলাকাতেই অয়নের বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়৷ সেখান থেকেই রাত তিনটে নাগাদ শেষ বার বাড়িতে ফোন করেন অয়ন৷ এর পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
আরও পড়ুন: ২ বছরের অতিমারীর জ্বালা শেষ, মেগা কার্নিভালের অপেক্ষায় মহানগরের রাজপথ
এর পরই অয়নের পরিবারের তরফে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ হরিদেবপুর এলাকাতেই অয়ন শেষ টাওয়ার লোকেশন মেলে বলে খবর৷ অয়নের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, যে যুবতীর সঙ্গে অয়নের সম্পর্ক ছিল, তাঁর মা অয়নকে ভালবাসত৷
