সাধারণ মানুষকে যাতে সুবিধা দেওয়া যায় সেই সুযোগ করে দিতে হবে, এমনই ভাবে গোটা দেশের সমস্ত ওষুধ ব্যবসায়ীদের চিঠি পাঠানো হল,দ্যা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর তরফ থেকে৷ সেখানে বলা হয়েছে, নতুন জিএসটি রেট অনুযায়ী,নতুন লেবেল লাগানো ওষুধ পৌঁছে যাবে আগামী ৯০ দিনের মধ্যে৷
advertisement
১. যে সমস্ত ওষুধের উপরে আগে জি এস টি ছিল -১২ শতাংশ—–তা আগামিকাল থেকে কমে ৫ শতাংশ হবে —–সেখানে ওষুধের দাম কমবে ৬.২৫ শতাংশ।
২. যে ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি ছিল —– সেটা কমে হবে ৫ শতাংশ – এখানে মূল ওষুধের দামের ল ১১.০২ শতাংশ কমবে।
৩. আগে যে ওষুধের উপরে ৫ শতাংশ জিএস টি ছিল —- সেটা এখন কমে জিএসটি শূন্য হচ্ছে—- এক্ষেত্রে মূল ওষুধের দাম কমবে ৪.৭৭ শতাংশ।
আরও পড়ুন: ‘আর্বান নকশাল’, ‘দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়,’ চাঁচাছোলা আক্রমণ বিজেপির! রাহুল গান্ধির Gen Z পোস্ট ঘিরে তুমুল বিতর্ক
৪. যে ওষুধের উপর ১২ শতাংশ জিএসটি ছিল—- সেটা এখন কমে জিএসটি শূন্য হচ্ছে—- এক্ষেত্রে মূল ওষুধের দাম কমবে ১০.৭২ শতাংশ।
আজ থেকেই কলকাতার সমস্ত দোকানে নতুন জিএসটি হারে দাম নেওয়া হচ্ছে৷ ওষুধ দেখিয়ে যেমন প্যান 40, বেটাডাইন এর মত অত্যন্ত কমন ওষুধ কতটা দাম কমলো সেটাও বোঝানো হয়েছে।