বোলপুরের রায়পুরের বাসিন্দা অরিজিৎ সিংহ৷ ২০১০ সাল থেকে বোলপুরের খাদ্য সরবরাহ দফতরের গ্রুপ ডি কর্মী তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা চলার পাশাপাশি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই মামলা শুরু হয়ে গিয়েছে। তাই মানসিক অবসাদে দফতরের মধ্য গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় অরিজিৎ সিংহ।
আরও পড়ুন: পরপর দুই যুবকের মৃত্যু, পলাশিপাড়ায় হচ্ছেটা কী! যা অভিযোগ উঠছে, ভয়ঙ্কর
advertisement
তিনি লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা সিংহ-র আত্মীয়। অর্থাৎ সম্পর্কিত শাল্যক হন৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পর্যন্ত তিনি দফতরে কাজ করছিলেন৷ তারপর বুধবার সকালে অন্যান্য কর্মীরা দফতরে এসে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়৷ খবর পেয়ে বোলপুর থানার পুলিশ আসে৷ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷
আরও পড়ুন: বাড়ি ঘিরে ধরে গুলি, খাটের নীচে লুকিয়ে প্রাণ রক্ষা! আতঙ্কে কেঁদে ফেললেন ভাঙড়ের তৃণমূল নেতা
নিহতের ভাই নীলাঞ্জন সিংহ বলেন, "গ্রুপ ডি নিয়ে মামলা চলছে৷ প্রায় সময় দাদা কলকাতায় যেত। সেই অবসাদ থেকেই হয়তো এই ঘটনা।"
