এই নির্দেশিকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নয় নির্দেশ দেওয়া হয়েছে। ধাপা সহ রাজ্য জুড়ে যেখানে কঠিন বর্জ্য ফেলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ব্যবহারযোগ্য এবং অপব্যবহারযোগ্য দু'ধরনের বর্জ্য আলাদা করার ব্যবস্থা করতে হবে।ব্যবহারযোগ্য এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করার যন্ত্রের সংখ্যা বাড়াতে হবে। পুরসভার তরফে এবিষয়ে অ্যাকশন প্ল্যান তৈরি করা হলেও বাস্তব চিত্র সন্তোষজনক নয়।
advertisement
আরও পড়ুন: ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল! সঙ্গে বায়ু দুষণ রোধে একগুচ্ছ নির্দেশ গ্রিন ট্রাইবুনালের!
শব্দ দূষণ রোধেও নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়া পুরনো গাড়ি বাতিল সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। কলকাতার রাস্তায় যাতে ১৫ বছরের বেশি পুরনো গাড়ি না চলে সে বিষয়ে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই সবটাই দূষণের মাত্রা কমানোর জন্য করা হচ্ছে। পরিবেশবিদদের দীর্ঘ প্রতিবাদের ফল এই নির্দেশ। এখন দেখার খাতায় কলমে নাকি বাস্তবে এই নির্দেশ কতটা মানা হয়!