মোল্লার ভেরি দূষণ মামলায় বিধাননগর পুরসভাকে এমনই নির্দেশ দিল পরিবেশ আদালত ৷ পূর্ব কলকাতার মোল্লার ভেরি জলাশয় কলকাতার কিডনি, তাই অবলম্বে ওই জলাশয়ের দূষণ রুখতে নির্দেশ দেওয়া হয়েছিল পুরসভাকে ৷ কিন্তু ট্রাইব্যুনাল এই নির্দেশ দিলেও তার কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুরসভা ৷ সেই মামলাতেই জরিমানার নির্দেশ দেওয়া হল ৷
১৫ দিনের মধ্যে নতুন প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে পুরসভাকে ৷ ৫০ লক্ষ টাকার কাজের গ্যারান্টিমানি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ দূষণ রোধে যে রিপোর্ট আজ জমা দেয় পুরসভা তাতে আজ তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল ৷ এমন রিপোর্ট যাঁরা তৈরি করেন তাঁদের ভারতরত্ন দেওয়া উচিত, বলেও কটাক্ষ করেন ট্রাইব্যুনালের বিচারপতি ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2019 10:12 PM IST