লোকসভা ভোটের আগেই এই বিলে সবুজ সংকেত রাজ্যপাল। এই বিল নিয়ে রাজ্যের কাছ থেকে একাধিক তথ্য চেয়েছিলেন রাজ্যপাল। সেই ব্যাখ্যা আসার পরেই রাজ্যপাল এই বিলে সই করলেন। যদিও এর আগে একাধিকবার রাজ্যপাল দাবি করেছেন রাজভবনে কোনও বিল পড়ে থাকে না। যদিও রাজ্যের কাছ থেকে একাধিক বিল নিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও সেই ব্যাখ্যা এসে পৌঁছায় না বলে অভিযোগ তোলা হয়েছিল রাজভবনের তরফে। এই বিল নিয়ে ব্যাখ্যা আসায় অবশেষে এই বিলে সই রাজ্যপাল এর।
advertisement
৭ ই সেপ্টেম্বর বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের সমস্ত মন্ত্রী,বিধায়ক দের ভাতা বাড়ানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সই করায় এপ্রিল মাস থেকেই তা কার্যকর হতে চলেছে। বিধায়ক থেকে মন্ত্রী সকলের ক্ষেত্রেই ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হল। মন্ত্রীরা বেতন হিসাবে আগে পেতেন ১১ হাজার টাকা ভাতা। তা বেড়ে হল ৫১ হাজার টাকা।বিধায়কদের আগে বেতন ছিল ১০ হাজার টাকা, সেটা বেড়ে হল ৫০ হাজার। এবার থেকে মন্ত্রীরা বেতন ও অন্য ভাতা মিলিয়ে মোট পাবেন ১ লক্ষ ৫২ হাজার টাকা, বিধায়করা পাবেন ১লক্ষ ২২ হাজার টাকা। ৭ মাস বাদে এই বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল।