TRENDING:

World Environment Day 2025: পরিবেশ রক্ষার্থে সবুজায়নের দারুণ উদ্যোগ, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে চারা গাছ রোপণ; পাশে দাঁড়াল বিশেষ ভাবে সক্ষম শিশুরা

Last Updated:

এই বৃক্ষরোপণের অভিযানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে প্রয়াসের বাচ্চারা। এই বিশেষ উদ্যোগে শামিল হয়েছিলেন সমাজের খ্যাতনামা ব্যক্তিত্বরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার নিউ টাউনে একটি আন্তরিক বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করল রিয়েল এস্টেট সংস্থা সিদ্ধা গ্রুপ (Siddha Group)। এই কাজের জন্য তারা হাত মিলিয়েছে প্রয়াস নামের একটি এনজিও-র সঙ্গে। এই এনজিও চালান অভিরূপ সেনগুপ্ত। মূলত বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে কাজ করে প্রয়াস।
পরিবেশ রক্ষার্থে সবুজায়নের দারুণ উদ্যোগ
পরিবেশ রক্ষার্থে সবুজায়নের দারুণ উদ্যোগ
advertisement

এই বৃক্ষরোপণের অভিযানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে প্রয়াসের বাচ্চারা। এই বিশেষ উদ্যোগে শামিল হয়েছিলেন সমাজের খ্যাতনামা ব্যক্তিত্বরাও। এঁদের মধ্যে অন্যতম হলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেম্বার মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী এবং প্রাক্তন ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন অতিরিক্ত কমিশনার কল্যাণ মুখোপাধ্যায় (আইপিএস, অবসরপ্রাপ্ত)। এর পাশাপাশি এই উদ্যোগের পাশে দাঁড়িয়ে ছোট ছোট অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জোগালেন আসন্ন বাংলা ছবি ‘রাস’-এর অভিনেতা-অভিনেত্রী বিক্রম চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার।

advertisement

আরও পড়ুন– রাফাল, F-35 বা সুখোই-57 নয়, ভারতের নজর এখন এই যুদ্ধবিমানের দিকে, ঢেলে সাজবে বাহিনী

Mrittika Earthy Talks Foundation এবং Harimitti-র সহযোগিতায় বৃক্ষরোপণের অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে ছিল বিশেষ ভাবে ডিজাইন করা একটি ট্যাবলো। তাতে লেখা ছিল একটি বার্তা – ‘Be Selfish, Plant Trees, Save Yourself’। ওই ট্যাবলোটি অনুষ্ঠানস্থল থেকে যাত্রা শুরু করেছিল। আর আসন্ন সময়ে এই ভ্রাম্যমাণ ইউনিটটি কলকাতা শহরের ব্যস্ততম রাস্তায় ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক হাজারেরও বেশি চারা গাছ বিতরণ করবে। সেই সঙ্গে স্থায়ী জীবনযাপন এবং পরিবেশ রক্ষার বিষয়ে সকলের মধ্যে সচেতনতার বোধও ছড়িয়ে দেওয়া হবে। এদিকে সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে ২৬টি চারা গাছ রোপণ করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

advertisement

আরও পড়ুন– প্রত্যেক দিন ট্রেনে ট্রেনে ঘুরে টিকিট পরীক্ষা করত সে, এরপর একদিন টিকিট চাইতেই হল খেল খতম…! তাজ্জব তদন্তকারীরাও

মূলত জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করা, পরিবেশগত অবক্ষয় হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সিদ্ধা গ্রুপ যে পরিবেশগত অঙ্গীকার গ্রহণ করেছে, এই উদ্যোগ তারই অংশবিশেষ। এর অঙ্গ হিসেবে সিদ্ধা গ্রুপ ২০৩০ সালের মধ্যে প্রায় ৫০ হাজার চারা গাছ রোপণ করার অঙ্গীকার গ্রহণ করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিদ্ধা গ্রুপের ডিরেক্টর আয়ুষ্মান জৈন (Ayushman Jain, Director, Siddha Group) বলেন যে, “সিদ্ধা গ্রুপে আমরা বিশ্বাস করি যে, প্রকৃত বিকাশ তখনই অর্থবহ হয়ে উঠবে, যখন তা মানুষ এবং গ্রহ উভয়েরই প্রতিপালন করতে পারবে। প্রয়াসের শিশু এবং আমাদের পার্টনারদের সঙ্গে নেওয়া আমাদের আজকের এই উদ্যোগের মধ্যে শুধু গৃহ নির্মাণই নয়, একটি সবুজ পরিবেশ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলনও রয়েছে। আমরা আশা করি যে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আরও মানুষ এবং প্রতিষ্ঠান যাতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য অনুপ্রেরণা জোগাবে আমাদের এই প্রয়াস।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
World Environment Day 2025: পরিবেশ রক্ষার্থে সবুজায়নের দারুণ উদ্যোগ, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে চারা গাছ রোপণ; পাশে দাঁড়াল বিশেষ ভাবে সক্ষম শিশুরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল