TRENDING:

সাত দিনের মধ্যে দ্বিতীয়বার গ্রিন করিডর করে অঙ্গদানের নজির গড়ল কলকাতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  শহরে ফের অঙ্গদানের নজির ! আরও একবার গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপন হল কলকাতায়।
advertisement

বুধবার অ্যাপোলো হাসপাতালে ব্রেন ডেথ হয় খড়দার বাসিন্দা অদিতি সিনহার। তাঁর অঙ্গদানের জন্য পরিবারকে রাজি করায় হাসপাতাল কর্তৃপক্ষ। রাজি হয় অদিতির পরিবারের সদস্যরা। দান করা হয় অদিতির লিভার, কিডনি এবং কর্নিয়া।

এরপরেই অদিতি সিনহার কিডনি ও লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়। ভোর ৪.২৭-এ একটি কিডনি এবং লিভার গ্রিন করিডর করে অ্যাপোলো থেকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সময় লাগে ১৩ মিনিট। যখন লিভার ও কিডনি এসএসকেএম-এ পৌঁছায় ঘড়িতে তখন সময় ভোর ৪.৪০।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লিভার প্রতিস্থাপন চলছে নদিয়ার বাসিন্দা বছর তিপ্পান্নর চণ্ডীচরণ ঘোষের দেহে। বৃহস্পতিবার ভোর থেকেই লিভার প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে গত দেড় বছর ধরে লিভারের সমস্যায় ভুগতে থাকা চণ্ডীচরণ বাবুর দেহে। এসএসকেএমে ভর্তি সঞ্জীব ঘুঘু নামে আরও এক রোগি পাচ্ছেন একটি কিডনি। অদিতির আরও একটি কিডনি প্রতিস্থাপন হচ্ছে অ্যাপোলেতে, ট্যাংরার বাসিন্দা উমা পারেখের দেহে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাত দিনের মধ্যে দ্বিতীয়বার গ্রিন করিডর করে অঙ্গদানের নজির গড়ল কলকাতা