২০২৪ সালের মে মাস থেকে এই প্রকল্প চালু হবে। আবাস যোজনায় বকেয়ার জন্য আরও একমাস অপেক্ষা করা হবে। নাহলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার। একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডাদের বকেয়া মেটানোর জন্য ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হল। প্রত্যেক জব কার্ড হোল্ডাদের অন্তত ৫০ দিন কাজ দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা।
advertisement
আরও পড়ুন: ফের ৪ শতাংশ DA বাড়ালেন মমতা..রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! কবে থেকে নতুন বেতন?
এদিকে, চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পড়ার মধ্যে ফের বিজেপি পরিষদীয় দল হট্টগোল শুরু করে। উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, “আমাদের বাজেট পেশ করতে দিন। তার পর আপনারা সমালোচনা করুন। আর যদি ভাবেন, বাজেট পেশই করতে দেবেন না, তা হলে আমরাও সংসদে বাজেট পেশ করতে দেব না।”
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর…! ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০! লোকসভা ভোটের আগে বাজেটে বিরাট ঘোষণা রাজ্যের
এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হল। বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে সে কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে একই বছরে দু’বার ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা জানান, আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। গত জানুয়ারি মাসেও ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে বারও চার শতাংশ ডিএ বেড়েছিল।