ড্রাইভিং লাইসেন্স পেতে আর সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে (আরটিও) গিয়ে পরীক্ষা দেওয়ার দিন শেষ হতে চলেছে। কেন্দ্রীয় পূর্ত-সড়ক এবং পরিবহণ মন্ত্রকের নতুন নিয়মে সরকারি আরটিও-র পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে পারবেন।রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, বেসরকারি ড্রাইভিং শেখানোর প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
advertisement
আরও পড়ুন: বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, বৃষ্টি আবার কবে? জানাল হাওয়া অফিস
প্রাইভেট ড্রাইভিং স্কুলের জন্য নতুন নিয়ম চালু করতে চায় কেন্দ্র। পূর্ত-সড়ক এবং পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ন্যূনতম ১ একর জমি থাকতে হবে। চার চাকার প্রশিক্ষণের জন্য ২ একর জমি থাকা বাধ্যতামূলক। ড্রাইভিং স্কুলগুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকতে হবে। যিনি প্রশিক্ষণ দেবেন, তাঁর যোগ্যতা উচ্চ বিদ্যালয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। কমপক্ষে ৫ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকাও জরুরি।
কোন ফর্মের কত দাম?
লার্নার্স লাইসেন্স ইস্যু (ফর্ম ৩)- ১৫০ টাকা। লার্নার্স লাইসেন্স পরীক্ষার ফি: ৫০ টাকা। ড্রাইভিং পরীক্ষার ফি : ৩০০ টাকা। ড্রাইভিং লাইসেন্স ইস্যু: ২০০ টাকা। আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের ইস্যু : ১ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্সের নবীকরণের জন্য ৩০০ টাকা। ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা বা অন্য তথ্য পরিবর্তনের জন্য : ২০০ টাকা। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, লাইসেন্স দেওয়া আসলে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সাথে গাড়ির চালকের সুরক্ষা জড়িত থাকে৷ তা যদি বেসরকারি সংস্থার হাতে চলে যায় তাহলে মুশকিল। এছাড়া লাইসেন্স নিয়ে কালোবাজারির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না রাজ্য।