বোধনে এখনও দেরি আছে। তার আগেই কলকাতার কয়েকটি পুজো মণ্ডপে ইতোমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে। গত বৃহস্পতিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন শুরু করেছেন। শনিবার থেকে কলকাতার পুজোগুলি ভার্চুয়াল উদ্বোধন বাড়ি থেকেই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারও দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধিক মণ্ডপে সারপ্রাইজ ভিজিট দিলেন।
advertisement
মূলত মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি কেমন, কলকাতার ট্রাফিক ব্যবস্থা কী রকম রয়েছে তা খতিয়ে দেখলেন রাজ্যপাল। এমনকি মৃৎশিল্পীদের সঙ্গেও আলাপচারিতায় দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক মন্ডপ ঘুরে ঘুরে প্রস্তুতি দেখলেন রাজ্যপাল। একডালিয়া থেকে শুরু করে সিংহী পার্ক, উত্তর কলকাতার শ্যামবাজারের মতো একাধিক জায়গায় রাজ্যপালের কনভয় বিকেলের পর থেকে ছুটে বেড়ালো। দর্শনার্থীদের সঙ্গে জনসংযোগ ও করতে দেখা গেল রাজ্যপালকে।
শুক্রবার রাতেই রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল দুর্গাপুজো উপলক্ষে ৭১ জন বন্দীকে মুক্তি করার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। রাজভবন থেকে বিবৃতিতে জানানো হয়েছিল দুর্গাপুজো উপলক্ষেই এই বিশেষ সিদ্ধান্ত রাজ্য পালের। তবে রাজ্যের কাছ থেকে এই বন্দীমুক্তির বিষয় জানতে চাওয়া হলেও যথাযথ উত্তর পাওয়া যায়নি বলেও রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়। সূত্রের খবর মঙ্গলবারের মধ্যেই রাজভবনের অনুষ্ঠিত হওয়া দুর্গাপুজোর অনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এবারের রাজভবনের দুর্গা উৎসবেও বেশ কিছু চমক থাকতে পারে বলেই রাজভবন সূত্রে খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়