একাধিক প্রশ্ন তুলে এদিন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ৭২ ঘণ্টার মধ্যে গোটা বিষয় জানতে চেয়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন রাজ্যপাল। এমনটাই রাজভবন সূত্রে খবর। আজ সেই চিঠি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এর আগেও শেখ শাহাজানের গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল।এবার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইলেন সিভি আনন্দ বোস।
advertisement
প্রসঙ্গত ইতিমধ্যেই সন্দেশখালিতে ৬১ জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। সন্দেশখালির জোর করে দখল করা জমি ফেরত দেওয়া শুরু হয়েছে। সরকারি শিবিরে অভিযোগ পেয়েই তদন্ত করতে নামে প্রশাসন। এবার ৬১ জনকে ফেরানো হল জমির মালিকানা। ২২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ফেরানো হয়েছে জমি।
প্রায় দু’মাস হতে চলল যে রাজনীতির শিরোনামে রয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। সন্দেশখালিকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলে অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ তুলেছিলেন স্থানীয় গ্রামবাসীরা। একাধিক এলাকায় এই জমি দখলের অভিযোগ উঠেছিল।