মূলত রাজ্যে বিভিন্ন জায়গায় সোশ্যাল ডিস্টেন্স না মানে নিয়ে শনিবার ভিডিও বার্তার মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যকে পাঠানো সতর্কতামূলক চিঠি নিয়ম টুইট করেছিলেন রাজ্যপাল। তারপরই রবিবার ফের ট্যুইট করে ভিডিও বার্তার মাধ্যমে লক ডাউনের বিধি না মানা নিয়ে অভিযোগ তুলে সরব হলেন রাজ্যপাল।
ইতিমধ্যেই দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এ রাজ্যেও ক্রমশই বাড়ছে করোনায় আক্রান্তের পরিসংখ্যান। প্রায় একশ'র কাছাকাছি এই মুহূর্তে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যদিও অনেকেই ক্রমশই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে করোনা মোকাবিলা করতে গেলে সোশ্যাল ডিসটেন্স মানা জরুরি একাধিকবার তা বলেছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও বিভিন্ন বাজারে সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শনিবারই সোশ্যাল ডিস্ট্যান্স মানার বার্তা নিয়ে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। রবিবার আরও একধাপ এগিয়ে কার্যত রাজ্যে লক ডাউনের বিধি মানা হচ্ছে না বলে ট্যুইট করে ভিডিও বার্তা মারফত নিজের উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
advertisement
SOMRAJ BANDOPADHYAY