নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জি বিরোধিতা করে গত বছরের শেষদিকে রাজ্য সরকারের তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি চালু হবে না তা আশ্বস্ত করে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেয় রাজ্য সরকার। সেই সিএএ বিরোধী সরকারি বিজ্ঞাপন ঘিরে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল জাগদীপ ধনখড়ের নয়া সংঘাতের জায়গা তৈরি হয়েছে।
advertisement
জানা গেছে, সরকারি অর্থ অপব্যবহার করে সিএএ বিরোধী প্রচার হচ্ছে বলে রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই নবান্নের কাছে রাজভবনের তরফে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিবের কাছে চিঠি দিয়ে রাজভবন জানতে চেয়েছে সিএএ বিরোধী সেই বিজ্ঞাপন প্রকাশের অনুমতি কে দিয়েছিল? শুধু তাই নয় কবে থেকে কতদিন পর্যন্ত ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছে তাও জানতে চাওয়া় হয়েছে। এই বিজ্ঞাপন দিতে সরকারি কোষাগার থেকে কত টাকা খরচ হয়েছে নবান্ন থেকে তাও জানতে চেয়েছে রাজভবন। শুধু তাই নয়় কত টাকা বিজ্ঞাপনের জন্য বকেয়া রয়েছে তার ও হিসেব চেয়েছে রাজভবন।
সিএএ বিরোধী বিজ্ঞাপনে বেশ কয়েকজন সরকারি আধিকারিককে দেখা গিয়েছিল। তাদেরও বিষয়ে তথ্য চেয়েছে রাজভবন। অন্যদিকে, সিএএ পাশ করার পর এই প্রথম কলকাতায় আসছেন কেন্দ্রীয়় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই রাজভবনে তরফে এই চিঠির প্রকাশ্যে আনায়় রাজ্য রাজ্যপাল সংঘাত আরও বাড়লো বলেই মনে করা হচ্ছে।
Somraj Bandopadhyay