রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে আক্রমণাত্মক রাজ্যপাল জগদীপ ধনখড় 'গোলি মারো' স্লোগানে বেশ নরম৷ বললেন, '১ হাজার জনের মধ্যে যদি একজন এই রকম কিছু বলে থাকে, তা আমার কাছে ০.১ শতাংশ গুরুত্বের৷ মিডিয়াকে বলব, বিষয়টিকে এতটা সেনসেশনাল না করতে৷ রাজনৈতিক ভাবে বিষয়গুলিকে দেখা ঠিক নয় মিডিয়ার৷'
এই স্লোগান প্রথম শোনা গিয়েছিল দিল্লি নির্বাচনের আগে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের একটি প্রচার সভায়৷ ঘটনার পরে অনুরাগকে শো-কজ করেছিল নির্বাচন কমিশন৷ তাঁকে বিজেপির তারকা প্রচারক হিসেবেও ব্যান করে দেয় কমিশন৷
advertisement
রাজ্যপালের কাছে গুরুত্বহীন হলেও, 'গোলি মারো' স্লোগানে কড়া পদক্ষেপ করছে রাজ্য প্রশাসন৷ মিছিলের ফুটেজ দেখে আরও ২৫ জনকে চিহ্নিত করা হয়েছে৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ঘটনায় ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়৷ ধ্রুব বসু, পঙ্কজ প্রসাদ ও সুরেন্দ্র কুমার তিওয়ারি৷ ধ্রুব বসু জামিন পেয়েছেন৷ বাকিদের পুলিশি হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট৷