শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের বহু বিজেপি নেতার সঙ্গে রাজভবনের বারান্দায় বসে বৈঠকের ঘটনারও তীব্র নিন্দা করেছেন বিমান বসু। এই ঘটনাকে কার্যত নজিরবিহীন বলেও অভিহিত করছেন তিনি। তিনি বলেছেন, "উনি বারান্দায় বসে সভা করছেন, এটা অতীতে কখনও হয়নি। এটা বাংলার ইতিহাসে কখনও হয়নি।" রাজ্যপালের ব্যবহৃত শব্দবন্ধে ক্ষুব্ধ প্রবীণ বাম নেতার মত, "ডেকোরাম ভুলে গিয়ে কথা বলা উচিত নয়, শব্দবন্ধ ব্যবহার করতে গিয়ে মাত্রা ভুলে যাওয়া উচিত নয়।"
advertisement
তৃণমূল বিগত কয়েক মাস বারংবার বলে এসেছে রাজ্যপাল বিজেপির প্রতিনিধিত্ব করছেন। এবার একই সুর বিমান বসুর গলাতেও। এদিন তিনি স্পষ্টই বলেন, উনি যেখানেই যাচ্ছেন বিজেপি নেতাদের নিয়ে ঘুরছেন। হি ইজ এ নট ম্যান অফ বিজেপি।
উল্লেখ্য মঙ্গলবারই রাজ্য বামফ্রন্টের বৈঠক বসেছিল। সেখানে পেট্রোপন্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকেই স্থির হয়, রাজ্যপাল ভূমিকা ঠিক নয় এ কথা দ্ব্যর্থহীন ভাষাতেই বলবে বামফ্রন্ট। রাজ্যপাল একাধিক ক্ষেত্রেই যে অবস্থান নিচ্ছেন তা বেএক্তিয়ার হচ্ছে, তা স্পষ্ট ভাষায় বলতে চায় বামেরা। বৈঠকের পরের দিনই অবস্থান নিতে দেখা গেল বিমান বসুকে। ভবিষ্যতে অন্য বাম নেতারা তাঁর পথে হাঁটলেও অবাক হওয়ার কিছু নেই। রাজনৈতিক মহল বলছে ভোট যা পারেনি, ভোটপরবর্তী পরিস্থিতি তাই করে দেখাল, অন্তত একটি ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছল বাম-তৃণমূল।