TRENDING:

Jagdeep Dhankhar VS Biman Bose| সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন রাজ্যপাল, ধনখড় বিরোধিতায় সরব বিমান বসু

Last Updated:

Jagdeep Dhankhar VS Biman Bose|রাজ্যপাল বিরোধিতায় সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসুর স্পষ্ট মত, রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই শুভেন্দু অধিকারী-সহ  ৫১ জন বিজেপি নেতা দেখা করেছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। রাজ্যের সঙ্গে প্রবল বিরোধিতার মধ্যেই এরপর দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শোনা যাচ্ছে ,তিনি অমিত শাহের দর্শনপ্রত্যাশী।  এই আবহেই রাজ্যপাল বিরোধিতায় সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসুর স্পষ্ট মত, রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন।
advertisement

শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের বহু বিজেপি নেতার সঙ্গে রাজভবনের বারান্দায় বসে বৈঠকের ঘটনারও তীব্র নিন্দা করেছেন বিমান বসু। এই ঘটনাকে কার্যত নজিরবিহীন বলেও অভিহিত করছেন তিনি। তিনি বলেছেন, "উনি বারান্দায় বসে সভা করছেন, এটা অতীতে কখনও হয়নি। এটা বাংলার ইতিহাসে কখনও হয়নি।" রাজ্যপালের ব্যবহৃত শব্দবন্ধে ক্ষুব্ধ প্রবীণ বাম নেতার মত, "ডেকোরাম ভুলে গিয়ে কথা বলা উচিত নয়, শব্দবন্ধ ব্যবহার করতে গিয়ে  মাত্রা ভুলে যাওয়া উচিত নয়।"

advertisement

তৃণমূল বিগত কয়েক মাস বারংবার বলে এসেছে রাজ্যপাল বিজেপির প্রতিনিধিত্ব করছেন। এবার একই সুর বিমান বসুর  গলাতেও। এদিন তিনি স্পষ্টই বলেন, উনি যেখানেই যাচ্ছেন বিজেপি নেতাদের নিয়ে ঘুরছেন। হি ইজ এ নট ম্যান অফ বিজেপি।

সেরা ভিডিও

আরও দেখুন
এবার পুজো মণ্ডপেও নিজের খেলা দেখাবে 'এআই'! থিম শিল্পী এসেছেন বলিউড থেকে
আরও দেখুন

উল্লেখ্য মঙ্গলবারই  রাজ্য বামফ্রন্টের বৈঠক বসেছিল। সেখানে পেট্রোপন্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকেই স্থির হয়, রাজ্যপাল ভূমিকা ঠিক নয় এ কথা দ্ব্যর্থহীন ভাষাতেই বলবে বামফ্রন্ট। রাজ্যপাল একাধিক ক্ষেত্রেই যে অবস্থান নিচ্ছেন তা বেএক্তিয়ার হচ্ছে, তা স্পষ্ট ভাষায় বলতে চায় বামেরা। বৈঠকের পরের দিনই অবস্থান নিতে দেখা গেল বিমান বসুকে। ভবিষ্যতে অন্য বাম নেতারা তাঁর পথে হাঁটলেও অবাক হওয়ার কিছু নেই। রাজনৈতিক মহল বলছে ভোট যা পারেনি, ভোটপরবর্তী পরিস্থিতি তাই করে দেখাল, অন্তত একটি ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছল বাম-তৃণমূল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar VS Biman Bose| সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন রাজ্যপাল, ধনখড় বিরোধিতায় সরব বিমান বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল