রাজ্যপাল বলেন, রাজ্যে কোথাও বিস্ফোরণ হলে তিনি বিচলিত হন।কারণ- বিস্ফোরণে মানুষের ক্ষতি হয়।এই দিন ভারত স্কাউটের সেলুট জানানো পদ্ধতির কথা উল্লেখ করে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন সবল সব সময় দূর্বলকে রক্ষা করবে এটাই ভারতের সংস্কৃতি।রাজ্যপাল জগদীপ ধনকড় এই দিন তাঁকে সমালোচক হিসাবে না ভাবতে বলেন। বরং রাজ্যের গঠন মূলক পরামর্শদাতা হিসাবে তাঁকে যেন ভাবা হয়।
advertisement
রাজ্যপাল জগদীপ ধনখড়ের মতে, গভর্নর ও গর্ভমেন্ট একই গাড়ির দুটি চাকা।দুজনকেই একই সঙ্গে চলতে হবে।তিনি সরকারের কাজ আটকাবেন না। কিন্তুু সংবিধানের মধ্যে থেকে রুল বুক মেনে চলবেন। তার দাবি, রাজ্যের তিনি একমাত্র রাজ্যপাল যিনি স্বাধীন ভারতে জন্মেছেন এবং রাজ্য বিধানসভায় নিয়ম মেনে ভাষণ দিয়েছেন।তিনি সংবিধানের প্রতি দায়বদ্ধ। নিয়েমের মধ্যে থেকেই কাজ করেন।
রাজ্যপালের দাবি, কাগজ ছাড়াই অর্থ বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। সেই কথা উল্লেখ করে রাজ্যপাল জগদীপ ধনখড় এদিন বলেন অর্থমন্ত্রী রাজভবনে এসে রীতিমেনে সেই বিল অনুমোদনের অনুরোধ করেন।কিন্তুু তিনি তা মানেন নি।পরে সচিব কাগজ নিয়ে আসলে বিল অনুমোদন করে দেন তিনি।এইদিন তিনি মহাত্মা গান্ধী রামকৃষ্ণ ও বিবেকান্দের উল্লেখ করে সকলকে শান্তির জন্য কাজ করতে বলেন।তবে মহাত্মার জন্মবার্ষিকীর এইদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীই এখন দুনিয়ার প্রথম সারির নেতা।এই সঙ্গে নাগরিকের মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক দায়িত্ব পালনের কথাও স্মরণ করে দেন তিনি।তাঁর দাবি, এই দশক ঠিক করবে আগামী দিন ভারত কোথায় পৌছাবে।
RAJARSHI ROY