TRENDING:

‘রাজ্য বিস্ফোরকের মুক্তাঞ্চল, ভোট কী করে হবে?’‘বিস্ফোরক’ নিয়ে বিস্ফোরক রাজ্যপাল

Last Updated:

দূর্বলকে রক্ষা করবে সবল, এটাই ভারতের ঐতিহ্য।তাই ভারত স্কাউটের ছেলে মেয়েরা একই রান্নাঘরের খাবার খাচ্ছে গত পাঁচদিন ধরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এত বারুদের খোলা ব্যবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে?  প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সকালে মধ্যমগ্রামে স্কাউট গান্ধীজীর ১৫০ তম জন্ম বর্ষ উৎযাপনে এসেছিলেন তিনি।বাংলার সাংস্কৃতিক গরিমা ও প্রতিভার কথা উল্লেখ করে রাজ্যপাল প্রশ্ন তোলেন, ‘এত নোবেলজয়ীর বাংলাকে কি করে সন্ত্রাসের আড্ডা বানাতে দেবেন?’ CAA ও NRC-র পর  রাজ্য যে সন্ত্রাস দেখছে সেই কথাও উল্লেখ করেন এই দিন তিনি। এখানে রেল লাইন ওপড়ানো ও ভাঙচুর চলে ভোট হবে কী করে প্রশ্ন জগদীপ ধনখড়ের ৷
advertisement

রাজ্যপাল বলেন, রাজ্যে কোথাও বিস্ফোরণ হলে তিনি বিচলিত হন।কারণ- বিস্ফোরণে মানুষের ক্ষতি হয়।এই দিন ভারত স্কাউটের সেলুট জানানো পদ্ধতির কথা উল্লেখ করে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন সবল সব সময় দূর্বলকে রক্ষা করবে এটাই ভারতের সংস্কৃতি।রাজ্যপাল জগদীপ ধনকড় এই দিন তাঁকে সমালোচক হিসাবে না ভাবতে বলেন। বরং রাজ্যের গঠন মূলক পরামর্শদাতা হিসাবে তাঁকে যেন ভাবা হয়।

advertisement

রাজ্যপাল জগদীপ ধনখড়ের মতে, গভর্নর ও গর্ভমেন্ট একই গাড়ির দুটি চাকা।দুজনকেই একই সঙ্গে চলতে হবে।তিনি সরকারের কাজ আটকাবেন না। কিন্তুু সংবিধানের মধ্যে থেকে রুল বুক মেনে চলবেন। তার দাবি,  রাজ্যের তিনি একমাত্র রাজ্যপাল যিনি স্বাধীন ভারতে জন্মেছেন এবং রাজ্য বিধানসভায় নিয়ম মেনে ভাষণ দিয়েছেন।তিনি সংবিধানের প্রতি দায়বদ্ধ। নিয়েমের মধ্যে থেকেই কাজ করেন।

advertisement

রাজ্যপালের দাবি, কাগজ ছাড়াই অর্থ বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। সেই কথা উল্লেখ করে রাজ্যপাল জগদীপ ধনখড় এদিন বলেন অর্থমন্ত্রী রাজভবনে এসে রীতিমেনে সেই বিল অনুমোদনের অনুরোধ করেন।কিন্তুু তিনি তা মানেন নি।পরে সচিব কাগজ নিয়ে আসলে বিল অনুমোদন করে দেন তিনি।এইদিন তিনি মহাত্মা গান্ধী রামকৃষ্ণ ও বিবেকান্দের উল্লেখ করে সকলকে শান্তির জন্য কাজ করতে বলেন।তবে মহাত্মার জন্মবার্ষিকীর এইদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীই এখন দুনিয়ার প্রথম সারির নেতা।এই সঙ্গে নাগরিকের মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক দায়িত্ব পালনের কথাও স্মরণ করে দেন তিনি।তাঁর দাবি, এই দশক ঠিক করবে আগামী দিন ভারত কোথায় পৌছাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

RAJARSHI ROY

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘রাজ্য বিস্ফোরকের মুক্তাঞ্চল, ভোট কী করে হবে?’‘বিস্ফোরক’ নিয়ে বিস্ফোরক রাজ্যপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল