রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহ ক্রমশই মাথাচাড়া দিচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত সপ্তাহেই রাজ্যে লকডাউন এর বিধি মানা হচ্ছে না বলে সতর্ক করেছে রাজ্যকে। শনিবার থেকেই রাজ্যে লকডাউন এর বিধি মানা হচ্ছে না বলে সরব হয়েছেন রাজ্যের বিরুদ্ধে। শুধুুু তাই নয় ,কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো চিঠি নিয়ে ও মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে একাধিকবার টুইট করেছেন রাজ্যপাল। লকডাউন এর বিধি না মানার পাশাপাশি সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না বলেও ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল।
advertisement
বুধবারই রাজ্যে লকডাউন এর বিধি সফল করার জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর পক্ষে সওয়াল করেছিলেন রাজ্যপাল। যদিও তার পাল্টা উত্তর দিতে দেরিও করেননি মুখ্যমন্ত্রী। রাজ্যপালের নাম না করে তার মন্তব্যের কার্যত সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ফের টুইট করে মুখ্যমন্ত্রী কে কার্যত মনে করিয়ে দিলেন এটা উত্তর দেওয়ার সময় নয়, কাজ করার সময়।