শনিবার সকাল ১০টা নাগাদ চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরে চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই মূর্তির অনুষ্ঠানিক উন্মোচন করা হয়। সূত্রের খবর, ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা সপ্তাহ খানেক ধরে এই মূর্তি বানিয়েছেন।
advertisement
মূলত, ফাইবার দিয়ে তৈরি মূর্তিটি ঘিরে এদিন দেখার মতো উৎসাহ ছিল রাজভবনে। সূত্রের ক্ববর, রাজ্যপালকে সরাসরি না-দেখে শুধুমাত্র ছবি দেখে মূর্তিটি তৈরি করেন শিল্পী পার্থ সাহা।
এদিন, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর তাঁর অভিজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল ৷ দু’বছরের অভিজ্ঞতাকে ‘অম্ল মধুর’ বলে ব্যাখ্যা করেন তিনি ৷ বলেন, “বাংলার মানুষ ঐতিহ্যে সমৃদ্ধ ৷ কিন্তু রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি খুব খারাপ ৷ রাজনীতিকদের জন্যই এই অবস্থা ৷ যদিও বাংলার মানুষ বিষয়টিকে বেশিদিন মেনে নেবে না ৷”
এদিকে রাজ্যপালের মূর্তি উন্মোচন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেউ জীবিত থাকাকালীন কীভাবে তাঁর মূর্তি বসে। এনিয়ে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, এ তো পুরো জটায়ু!! “রাজভবনে ম্যাকমোহন।” বিষয়টি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে বিতর্ক।