মাননীয় রাজ্যপাল, কৃষ্ণনগরের নান্দনিক মৃৎশিল্প নিয়ে জানতেন কিন্তু এখন তার চাক্ষুষ প্রমাণ পেলেন। শেষে তিনি কৃষ্ণনগরবাসীদের তৈরি মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন।মাননীয় রাজ্যপাল কিছু মাটির জিনিস কিনেওছেন। তিনি এখানকার মৃৎশিল্পীদের তৈরি জিনিসের বৃহত্তর বাজার ও জনপ্রিয়তা বাড়ানোর উপর বিশেষ জোর দেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র জানান ” আচমকাই মাননীয় রাজ্যপাল কৃষ্ণনগর স্টেশনে এসে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের ব্যাপারে খোঁজ নেন এবং নিজেই স্টলে এসে বিক্রেতার সঙ্গে কথাবার্তা বলে অত্যন্ত খুশি হন।”
advertisement
আরও পড়ুন : চলতি মাসেই দেশের বিস্তীর্ণ অংশে বইবে তীব্র তাপপ্রবাহ! আসতে চলেছে ভয়াবহ গ্রীষ্মকাল! সতর্কতা আবহাওয়া দফতরের
ইতিমধ্যেই ভোকাল ফর লোকালে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রেলস্টেশনেও ইতিমধ্যেই স্থানীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। এই প্রকল্পে শান্তিপুর, কৃষ্ণনগর, জয়নগর, শিলিগুড়ি, মালদার মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন বাছাই করা হয়েছে। যেখানে স্থানীয় জিনিস বিক্রি করা শুরু হয়েছে৷ রেল আধিকারিকদের বক্তব্য, বিভিন্ন স্টেশনে স্থানীয় ব্যবসায়ীরা এতে লাভবান হচ্ছেন৷ ফলে আগামী দিনেও স্থায়ী স্টল থেকে স্থানীয় পণ্য বিক্রি চলবে। রেল চাইছে সব স্টেশনেই ভোকাল ফর লোকাল চালু রাখতে৷