TRENDING:

C V Anand Bose: ধূপগুড়ি নিয়ে অবশেষে কাটল জট, রাজভবনে শপথগ্রহণে আপাতত সায় রাজ্য সরকারের

Last Updated:

এরপরেই রাজভবনে শপথ অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন রাজ্যপাল৷ সেখানে জানানো হয়, ধূপগুড়ির বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী যেহেতু তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সেই কারণে, রাজভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়া উচিত৷ যদিও এ নিয়ে পাল্টা চিঠি দেয় বিধানসভাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধূপগুড়ির বিজয়ী প্রার্থী শপথগ্রহণ নিয়ে অবশেষে কাটল জট৷ রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে রাজভবনের পরামর্শ মেনে নিস রাজ্য সরকারি৷ সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷
advertisement

কিছুদিন ধূপগুড়ির জয়ী তৃণমূলপ্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ জানিয়েছিলেন, গত ৯ সেপ্টেম্বরই ধূপগুড়ি উপ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে৷ তারপরে দীর্ঘদিন কেটে গেলেও জয়ী প্রার্থীর শপথগ্রহণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজভবনের তরফে৷

আরও পড়ুন: আবার চিঠি! বিধানসভা না রাজভবন, কোথায় হবে শপথগ্রহণ? ধূপগুড়ি নিয়ে ক্রমেই জটিল হচ্ছে জট

advertisement

এরপরেই রাজভবনে শপথ অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন রাজ্যপাল৷ সেখানে জানানো হয়, ধূপগুড়ির বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী যেহেতু তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সেই কারণে, রাজভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়া উচিত৷ যদিও এ নিয়ে পাল্টা চিঠি দেয় বিধানসভাও৷

বিধানসভার তরফে পাঠানো চিঠিতে জানানো হয়, বিধানসভার গরিমা অনেক বেশি। সেই কারণে বিধায়কের শপথগ্রহণ বিধানসভাতেই হওয়া উচিত৷ কিন্তু, শেষমেশ ধূপগুড়ির মানুষের কথা ভেবে রাজ্য সরকার রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের কথা মেনে নিল বলে সূত্রের খবর৷

advertisement

আরও পড়ুন: দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে? এক ঝলকে দেখে নিন গোটা ফেয়ার চার্ট

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নিয়ে উঠতে পারেননি। মাঝে ২৩ সেপ্টেম্বর রাজভবনে শপথগ্রহণের ব্যবস্থা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তবে শেষ পর্যন্ত সেদিন শপথগ্রহণ হয়ে ওঠেনি। তাই নির্মলচন্দ্র রায়ের অবিলম্বে শপথ গ্রহণের ব্যবস্থা করতে রাজ্যপাল বোসকে চিঠি পাঠিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose: ধূপগুড়ি নিয়ে অবশেষে কাটল জট, রাজভবনে শপথগ্রহণে আপাতত সায় রাজ্য সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল