C V Anand Bose: আবার চিঠি! বিধানসভা না রাজভবন, কোথায় হবে শপথগ্রহণ? ধূপগুড়ি নিয়ে ক্রমেই জটিল হচ্ছে জট

Last Updated:

বিধানসভার তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বিধানসভার গরিমা অনেক বেশি। সেই কারণে বিধায়কের শপথগ্রহণ বিধানসভাতেই হওয়া উচিত৷ সব মিলিয়ে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জটিলতা মঙ্গলবারও কাটল না৷

কলকাতা: চিঠির পর চিঠি৷ এবার চিঠি যাচ্ছে নবান্ন থেকে রাজভবনে৷ আরেকবার পাল্টা চিঠি আসছে রাজভবন থেকে নবান্নে৷ এবার চিঠির বিষয়বস্তু ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ৷ গত সোমবারই ধূপগুড়ি নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার বিকেলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্যপাল৷
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, ধূপগুড়ির বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী যেহেতু তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সেই কারণে, রাজভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়া উচিত৷ যদিও এ নিয়ে পাল্টা চিঠি দিয়েছে বিধানসভাও৷
আরও পড়ুন: নবান্ন থেকে রাজভবনে গেল আরও এক ‘রহস্যময়’ চিঠি! বয়ান নিয়ে হল গুরুত্বপূর্ণ বৈঠক
বিধানসভার তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বিধানসভার গরিমা অনেক বেশি। সেই কারণে বিধায়কের শপথগ্রহণ বিধানসভাতেই হওয়া উচিত৷ সব মিলিয়ে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জটিলতা মঙ্গলবারও কাটল না৷
advertisement
advertisement
গত ৯ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল প্রকাশিত হলেও, এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নেননি জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়৷ কারণ, রাজ্যপালের তরফে এতদিন পর্যন্ত কোনও নির্দেশিকা পাওয়া যায়নি৷ গত সোমবারই এ নিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন পরিষদীয় মন্ত্রী৷ মোটের উপর চিঠির বিষয়বস্তু, ‘এতদিন হয়ে গেল, তার পরেও শপথ হচ্ছে না.. এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না। তাই, যাতে শপথগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে আপনি পদক্ষেপ করুন।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose: আবার চিঠি! বিধানসভা না রাজভবন, কোথায় হবে শপথগ্রহণ? ধূপগুড়ি নিয়ে ক্রমেই জটিল হচ্ছে জট
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement