C V Anand Bose: আবার চিঠি! বিধানসভা না রাজভবন, কোথায় হবে শপথগ্রহণ? ধূপগুড়ি নিয়ে ক্রমেই জটিল হচ্ছে জট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বিধানসভার তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বিধানসভার গরিমা অনেক বেশি। সেই কারণে বিধায়কের শপথগ্রহণ বিধানসভাতেই হওয়া উচিত৷ সব মিলিয়ে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জটিলতা মঙ্গলবারও কাটল না৷
কলকাতা: চিঠির পর চিঠি৷ এবার চিঠি যাচ্ছে নবান্ন থেকে রাজভবনে৷ আরেকবার পাল্টা চিঠি আসছে রাজভবন থেকে নবান্নে৷ এবার চিঠির বিষয়বস্তু ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ৷ গত সোমবারই ধূপগুড়ি নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার বিকেলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্যপাল৷
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, ধূপগুড়ির বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী যেহেতু তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সেই কারণে, রাজভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়া উচিত৷ যদিও এ নিয়ে পাল্টা চিঠি দিয়েছে বিধানসভাও৷
আরও পড়ুন: নবান্ন থেকে রাজভবনে গেল আরও এক ‘রহস্যময়’ চিঠি! বয়ান নিয়ে হল গুরুত্বপূর্ণ বৈঠক
বিধানসভার তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বিধানসভার গরিমা অনেক বেশি। সেই কারণে বিধায়কের শপথগ্রহণ বিধানসভাতেই হওয়া উচিত৷ সব মিলিয়ে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জটিলতা মঙ্গলবারও কাটল না৷
advertisement
advertisement
গত ৯ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল প্রকাশিত হলেও, এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নেননি জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়৷ কারণ, রাজ্যপালের তরফে এতদিন পর্যন্ত কোনও নির্দেশিকা পাওয়া যায়নি৷ গত সোমবারই এ নিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন পরিষদীয় মন্ত্রী৷ মোটের উপর চিঠির বিষয়বস্তু, ‘এতদিন হয়ে গেল, তার পরেও শপথ হচ্ছে না.. এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না। তাই, যাতে শপথগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে আপনি পদক্ষেপ করুন।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 26, 2023 7:38 PM IST