C V Anand Bose: নবান্ন থেকে রাজভবনে গেল আরও এক ‘রহস্যময়’ চিঠি! বয়ান নিয়ে হল গুরুত্বপূর্ণ বৈঠক

Last Updated:

সূত্রের খবর, এদিন রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি পাঠানোর আগে নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরেই রাজ্যপালকে চিঠি পাঠান পরিষদীয় মন্ত্রী। চিঠিতে, রাজ্যপালকে দ্রুত পদক্ষেপ করার বিষয়ে আর্জি জানানো হয়েছে সরকারের তরফে, কিন্তু কী বিষয়ে?

কলকাতা: ফের নবান্ন রাজভবন দ্বৈরথ। কিছুদিন আগেই দু’পক্ষের চিঠি চালাচালি নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি৷ যদিও সেই চিঠির বিষয়বস্তু সেবার স্পষ্ট হয়নি৷ তারপর গত ২৩ সেপ্টেম্বর স্পেন সফর সেরে ফেরার পরে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল৷ আজ, সোমবার আবারও এক চিঠি৷ এবার চিঠি গেল নবান্নের তরফ থেকে রাজভবনে৷ চিঠি পাওয়ার কথা স্বীকারও করল রাজভবন৷ কী লেখা হল সেই চিঠিতে?
সূত্রের খবর, এদিন রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি পাঠানোর আগে নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরেই রাজ্যপালকে চিঠি পাঠান পরিষদীয় মন্ত্রী। চিঠিতে, রাজ্যপালকে দ্রুত পদক্ষেপ করার বিষয়ে আর্জি জানানো হয়েছে সরকারের তরফে, কিন্তু কী বিষয়ে?
আরও পড়ুন: দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে? এক ঝলকে দেখে নিন গোটা ফেয়ার চার্ট
সূত্রের খবর, বিষয়টি হচ্ছে ধূপগুড়ি৷ সম্প্রতি ধূপগুড়ি উপ নির্বাচনে জয়ী হয় শাসকদল তৃণমূল কংগ্রেস৷ বিজেপি-র হাত থেকে বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়৷ কিন্তু, গত ৯ সেপ্টেম্বর ফলাফল প্রকাশিত হলেও, এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নেননি নির্মলবাবু৷ কারণ, রাজ্যপালের তরফে কোনও নির্দেশিকা পাওয়া যায়নি৷
advertisement
advertisement
সূত্রের খবর, এদিন চিঠি পাঠিয়ে বিধায়কের শপথগ্রহণের বিষয়টিই রাজ্যপালের কাছে উপস্থাপিত করেছেন পরিষদীয় মন্ত্রী৷ মোটের উপর চিঠির বিষয়বস্তু, ‘এতদিন হয়ে গেল, তার পরেও শপথ হচ্ছে না.. এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না। তাই, যাতে শপথগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে আপনি পদক্ষেপ করুন।’ চিঠিতে এ-ও লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনাকে চিঠি পাঠালাম’।
advertisement
এদিন সাংবাদিকদের সামনে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ‘‘আমরা কোনও রাফ অ্যান্ড টাফ-এর ভূমিকা নিইনি..আমরা অনুরোধ জানিয়েছি যাতে শপথটা তাড়াতাড়ি করানো যায়৷।’’ পরিষদীয় মন্ত্রীর চিঠির প্রাপ্তি স্বীকার করেছে রাজভবনও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose: নবান্ন থেকে রাজভবনে গেল আরও এক ‘রহস্যময়’ চিঠি! বয়ান নিয়ে হল গুরুত্বপূর্ণ বৈঠক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement