Suvendu Adhikari: ‘২৬ বার বিদেশ সফর..,’ অভিষেককে নিশানা করে তুমুল কটাক্ষ, পাসপোর্ট দেখালেন শুভেন্দু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
একইসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের পাসপোর্টের ছবিও তুলে ধরেন বিরোধী দলনেতা।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আবারও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর৷ এবার তাঁর নিশানায় অভিষেকের বিদেশ যাত্রা। এদিন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে ‘হাই ফ্লাইং’ জনপ্রতিনিধি বলে তুমুল কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের লোকসভা কেন্দ্রের নিচুস্তরের সঙ্গে অভিষেকের কোনও যোগাযোগ নেই বলেও নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারীর দাবি, ২০১১ সালের আগে তেমন ভাবে বিদেশ সফরে যেতে দেখা যায়নি তৃণমূল সাংসদকে৷ শুভেন্দু অধিকারী লেখেন, ‘২০১৪ সালের পর থেকে তাঁর স্বর্ণযুগ শুরু হয়েছে।’ রবিবার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নাম না করে তিনি দাবি করেন, ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ৷
advertisement
A High Flying Public Representative, who still hasn’t been able to touch base with public in general at the grassroot level of his Constituency, even after almost a decade in public life, has been frequently flying to foreign locations.
Incidentally, such visits were rare before… pic.twitter.com/XMpy1HcXjX— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 24, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: চলন্ত জম্মু-তাওয়াই এক্সপ্রেসে মধ্যরাতে ডাকাতি! পরপর গুলি, রক্তাক্ত বহু যাত্রী, দেদার লুট
একইসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের পাসপোর্টের ছবিও তুলে ধরেন বিরোধী দলনেতা।
শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন, ‘‘২০০৯ সালে আমি সাংসদ হওয়ার সুবাদে আমার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে। ইউরোপ কিম্বা অন্যান্য বিদেশ সফর তো দূর অস্ত, ঢাকা, কাঠমান্ডু পর্যন্ত যাইনি। আমার পাসপোর্টে এখনও পর্যন্ত একটি ভিসার স্টাম্পও পড়েনি। আর ওঁর এখনও পর্যন্ত ২৬ বার বিদেশ সফর হয়ে গেছে।’’
advertisement
নিজের X হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী সব শেষে লেখেন, ‘হাই ফ্লাইং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার ইস নার্ভাস দ্যাট হি উড সুন বি গ্রাউন্ডেড৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 24, 2023 4:40 PM IST