সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, ধূপগুড়ির বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী যেহেতু তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সেই কারণে, রাজভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়া উচিত৷ যদিও এ নিয়ে পাল্টা চিঠি দিয়েছে বিধানসভাও৷
আরও পড়ুন: নবান্ন থেকে রাজভবনে গেল আরও এক ‘রহস্যময়’ চিঠি! বয়ান নিয়ে হল গুরুত্বপূর্ণ বৈঠক
বিধানসভার তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বিধানসভার গরিমা অনেক বেশি। সেই কারণে বিধায়কের শপথগ্রহণ বিধানসভাতেই হওয়া উচিত৷ সব মিলিয়ে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জটিলতা মঙ্গলবারও কাটল না৷
advertisement
গত ৯ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল প্রকাশিত হলেও, এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নেননি জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়৷ কারণ, রাজ্যপালের তরফে এতদিন পর্যন্ত কোনও নির্দেশিকা পাওয়া যায়নি৷ গত সোমবারই এ নিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন পরিষদীয় মন্ত্রী৷ মোটের উপর চিঠির বিষয়বস্তু, ‘এতদিন হয়ে গেল, তার পরেও শপথ হচ্ছে না.. এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না। তাই, যাতে শপথগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে আপনি পদক্ষেপ করুন।’