আগামিকাল রাত ১০টা ০৫ মিনিটের দার্জিলিং মেলে শিয়ালদা থেকে ট্রেনে করে কিষাণগঞ্জ যাবেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, রাজ্যপাল যাতে চোপড়া যান। সেই মোতাবেক রাজ্যপাল সেই সফরসূচি প্রস্তুত করলেন বলে রাজভবন সূত্রে খবর। কিষাণগঞ্জ থেকে সড়ক পথে চোপড়া যেতে লাগবে দেড় ঘণ্টা। তার জন্যই দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।
advertisement
উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনায় চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? বার বার তোলা হচ্ছিল সেই প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অভিযোগ তুলেছে বিএসএফের উপর।
তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখাকেও চোপড়ায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে। তাঁরা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবে এবং এরপর তারা ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে।