TRENDING:

অভিষেকের কাছে চব্বিশ ঘণ্টা সময় চেয়েছিলেন, মঙ্গলবারই বকেয়া নিয়ে শাহের দরবারে রাজ্যপাল?

Last Updated:

আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিিনধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে সম্ভবত আগামিকাল, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর আজ সন্ধেতেই দিল্লি পৌঁছন রাজ্যপাল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপালের এই দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা ছড়িয়েছে৷ রাজ ভবন সূত্রের খবর, দিল্লি থেকেই রাজ্যপালকে জরুির তলব করা হয়েছে৷
অভিষেকের দাবি নিয়ে অমিত শাহের কাছে রাজ্যপাল?
অভিষেকের দাবি নিয়ে অমিত শাহের কাছে রাজ্যপাল?
advertisement

এ মাসের শুরুতেই পর পর দু দিন বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস৷ কৃষি ভবনে তৃণমূলের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম হয়৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ৷

আরও পড়ুন: মমতার ইচ্ছেয় ধরনায় ইতি! চব্বিশ ঘণ্টা সময় চেয়ে দিল্লিতে রাজ্যপাল, জানালেন অভিষেক

advertisement

কলকাতায় ফিরেই রাজ ভবনের সামনে গত ৫ অক্টোবর থেকে ধরনায় বসেন অভিষেক৷ এর পর আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিিনধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷ সেই বৈঠকেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রের কাছে তদ্বির করার জন্য রাজ্যপালকে অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানান, রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার জন্য চব্বিশ ঘণ্টা সময় চেয়েছেন রাজ্যপাল৷ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই দিল্লি রওনা দেন সি ভি আনন্দ বোস৷ রাজ ভবন সূত্রে খবর, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক করানোর জন্য জোর তৎপরতা শুরু হয়৷ এই বৈঠক থেকে একশো দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের আটকে থাকা বকেয়া নিয়ে কোনও সমাধান সূত্র বের হয় কি না, সেটাই দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেকের কাছে চব্বিশ ঘণ্টা সময় চেয়েছিলেন, মঙ্গলবারই বকেয়া নিয়ে শাহের দরবারে রাজ্যপাল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল