TRENDING:

Government Fund Missing: ট‍্যাব, লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা! কোন অ‍্যাকাউন্টে গিয়েছে গায়েব হওয়া টাকা? তদন্তে চাঞ্চল‍্য, বড় বৈঠক নবান্নে

Last Updated:

Government Fund Missing: ট্যাব তদন্ত নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ বিকেল পাঁচটা থেকে উচ্চপর্যয়ের বৈঠক নবান্নে করবেন মুখ্য সচিব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ট্যাব তদন্ত নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক। উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ বিকেল পাঁচটা থেকে উচ্চপর্যয়ের বৈঠক নবান্নে করবেন মুখ্য সচিব। পাশাপাশি, আজ, সোমবারই বঞ্চিত পড়ুয়াদের টাকা দেওয়ার কথা রাজ‍্যের। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি। স্কুল শিক্ষা দফতরের সচিব-সহ কয়েকজন আধিকারিকদের পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকও।
ট‍্যাব, লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা! কোন অ‍্যাকাউন্টে গিয়েছে গায়েব হওয়া টাকা? তদন্তে চাঞ্চল‍্য, বড় বৈঠক নবান্নে
ট‍্যাব, লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা! কোন অ‍্যাকাউন্টে গিয়েছে গায়েব হওয়া টাকা? তদন্তে চাঞ্চল‍্য, বড় বৈঠক নবান্নে
advertisement

ট্যাব তদন্তে এখনও পর্যন্ত কী কী রিপোর্ট উঠে এল? পুলিশি তদন্তে কী উঠে এল?

সমস্ত বিস্তারিত রিপোর্ট নেবেন মুখ‍্য সচিব। জানা গিয়েছে, ফ্রিজ হওয়া অ‍্যাকাউন্টে মিলেছে লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকা। তা নিয়েও পুলিশি তদন্তে কি উঠে এলো? রিপোর্ট নেবেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর।আজই ট্রেজারির মাধ্যমে বঞ্চিত পড়ুয়াদের টাকা দেওয়ার কথা রাজ্যের।

advertisement

আরও পড়ুন: আপনার বাইকের মাইলেজ কি কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন…খরচ মাত্র ১০০ টাকা!

প্রসঙ্গত, পড়ুয়াদের ট‍্যাবের টাকা কোথায় গেল, সেই নিয়ে ইতিমধ‍্যেই তদন্তে পুলিশ। র্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় এরকম অ্যাকাউন্টের হদিশ পেয়েছে রাজ্য পুলিশ। গোটা বিষয়টি নজরে এসেছে নবান্নের শীর্ষ পর্যায় আধিকারিকদেরও।

advertisement

আরও পড়ুন: চন্দ্র-মঙ্গলের মহাসংযোগে তৈরি হবে রাজযোগ! ৩ রাশির কপাল খুলবে, নভেম্বরেই টাকার বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২২ সালেও ট্যাবের টাকা গায়েব নিয়ে একই ঘটনা ঘটেছিল। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছিল। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। পরে তারা জামিনে ছাড়া পায়। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে দুই পুলিশ জেলার এসপির থেকে রিপোর্ট চেয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Government Fund Missing: ট‍্যাব, লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা! কোন অ‍্যাকাউন্টে গিয়েছে গায়েব হওয়া টাকা? তদন্তে চাঞ্চল‍্য, বড় বৈঠক নবান্নে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল