ট্যাব তদন্তে এখনও পর্যন্ত কী কী রিপোর্ট উঠে এল? পুলিশি তদন্তে কী উঠে এল?
সমস্ত বিস্তারিত রিপোর্ট নেবেন মুখ্য সচিব। জানা গিয়েছে, ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে মিলেছে লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকা। তা নিয়েও পুলিশি তদন্তে কি উঠে এলো? রিপোর্ট নেবেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর।আজই ট্রেজারির মাধ্যমে বঞ্চিত পড়ুয়াদের টাকা দেওয়ার কথা রাজ্যের।
advertisement
আরও পড়ুন: আপনার বাইকের মাইলেজ কি কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন…খরচ মাত্র ১০০ টাকা!
প্রসঙ্গত, পড়ুয়াদের ট্যাবের টাকা কোথায় গেল, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্তে পুলিশ। র্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় এরকম অ্যাকাউন্টের হদিশ পেয়েছে রাজ্য পুলিশ। গোটা বিষয়টি নজরে এসেছে নবান্নের শীর্ষ পর্যায় আধিকারিকদেরও।
আরও পড়ুন: চন্দ্র-মঙ্গলের মহাসংযোগে তৈরি হবে রাজযোগ! ৩ রাশির কপাল খুলবে, নভেম্বরেই টাকার বৃষ্টি
২০২২ সালেও ট্যাবের টাকা গায়েব নিয়ে একই ঘটনা ঘটেছিল। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছিল। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। পরে তারা জামিনে ছাড়া পায়। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে দুই পুলিশ জেলার এসপির থেকে রিপোর্ট চেয়েছেন।