ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বহুদিন ধরেই বাস ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন বাস মালিকেরা ৷ সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবি না মানা হলে ৭ জুন থেকে বাস ধর্মঘটের হুমকি দিয়েছিলেন বাসমালিক সংগঠনগুলি ৷ বাসমালিকদের দাবি মেনে এদিন নবান্নে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ বহু আলাপ আলোচনার পর সব স্তরে ও সব বাসের ভাড়া এক টাকা করে বৃদ্ধির প্রস্তাবে সায় দেয় পরিবহনমন্ত্রক ৷
advertisement
আরও পড়ুন,
এবারের মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা, শুভেচ্ছা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
তবে বাসভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পরিবহনমন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম কমলে কমবে ভাড়া ৷’ বাসভাড়া ঠিক করতে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷
এবার থেকে বাসের ন্যূনতম ভাড়া দাঁড়াল ৭ টাকা ৷ ২০১৪ সালের পর বাসভাড়া বাড়ল রাজ্য সরকার ৷ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ট্য়াক্সি চড়ার খরচও ৷ বাসের সঙ্গে সঙ্গে ট্যাক্সি ভাড়াও শীঘ্রই বাড়বে ৷ বাড়ছে জলপথে পরিবহনের খরচও ৷ তবে ট্যাক্সি ও লঞ্চের ভাড়া কত টাকা বাড়ানো হবে সে সম্পর্কে কিছু স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি ৷ ভাড়া বৃদ্ধি নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ ৷