কলকাতার অন্যতম মুখ বড়বাজার।
বড়বাজার মানেই ব্যস্ততা
এটি এশিয়ার অন্যতম বড় পাইকারি বাজারের একটি।
বড়বাজার মানেই সব কিছু পাওয়া যাবে। অনেকে তাই মজা করে বলেন, বড়বাজারে নাকি বাঘের চোখও পাওয়া যায়। এবার সেই পোস্তা-বড়বাজারই সরছে অন্য ঠিকানায়।
আগেই বড়বাজার ও পোস্তা মার্কেট সংস্কারের উদ্যোগ নিয়েছিল রাজ্য। ঘিঞ্জি এলাকা হওয়ায় পোস্তা মার্কেট ও বড়বাজারে সবসময়েই বিপদের ঝুঁকি থেকে যায়। একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। তাই বিকল্প জায়গায় সরানো হচ্ছে এই পাইকারি মার্কেট।
advertisement
- বড়বাজার ও পোস্তা মার্কেটে প্রায় ৫ হাজার দোকান আছে
- বেশিরভাগ দোকানই কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গায়
- লিজ নিয়ে তাদের সঙ্গে ব্যবসায়ীদের গন্ডগোল বেঁধেই থাকে
- রাজ্যের সিদ্ধান্ত, ১০ একর জমিতে বহুতল তৈরি হবে।
- সেখানেই থাকবে দোকান
- দ্রুত জায়গা দেখা শুরু হচ্ছে
ধোতিপট্টি, ফ্যান্সিপট্টি, চিনিপট্টি। ছোট ছোট বাজার নিয়ে তৈরি বড়বাজার। এবার বড়বাজারের নতুন চেহারায়। নতুন ঠিকানায়।