ইতিমধ্যেই সরকারি গাইডলাইন মেনে গ্রিন জোনে বেসরকারি বাস পরিষেবা চালুর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে সূত্রের খবর, বেসরকারি বাস পরিষেবা চালু হলেই বাড়তে পারে বাস ভাড়া৷ গাইডলাইন মেনে, যাত্রী পরিবহণ কমিয়েই পথে নামতে হবে বেসরকারি বাসগুলিকে। ভাড়া ঠিক করবে বাস সংগঠনগুলি, এমনটাই জানান মুখ্যমন্ত্রী৷
আজ অর্থাত্ বুধবার থেকে রাস্তায় সরকারি বাস চালানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য প্রশাসন ৷ ১৫টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহন নিগম ৷ আজ থেকে চালু হবে অ্যাপ ক্যাবও। নির্দেশিকা অনুযায়ী, সেখানে সর্বাধিক ২ জন যাত্রী সওয়ার হতে পারবেন । তবে আগেই জানানো হয়েছিল, কন্টেইনমেন্ট জোনে চলবে না কোনও বাস-অ্যাপ ক্যাব ৷
advertisement
বেসরকারি বাস সংগঠনের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছিল, বাসে ২০ জন যাত্রী নিলে তাঁদের চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে । এই অবস্থায় বাস চালানো অসম্ভব । দুই তরফের বৈঠকে স্থির হয় এমনতাবস্থায় কিছুটা ভাড়া বাড়ানো যেতে পারে । তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ।