তফশিলি জাতির প্রবীণদের জন্য এবার পেনশনের কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ বন্ধু প্রকল্পে রাজ্যের ৬০ বছরের বেশি বয়সী মানুষদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার কথা রাজ্য বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ এই প্রকল্পের জন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ রাজ্য সরকারের দাবি, এতে উপকৃত হবেন ২১ লক্ষ মানুষ ৷ তবে অন্য কোনও প্রকল্পে পেনশন পেলে এই প্রকল্পে ভাতা মিলবে না ৷
advertisement
শুধু তফশিলি জাতিই নয়, তফশিলি উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ের প্রবীণ মানুষদের জন্য জয় বাহার প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের ৷ ষাট বছরের বেশি বয়সী সমস্ত আদিবাসী ও তফশিলি উপজাতির মানুষকে মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে ৷ উপকৃত হবেন চার লক্ষ মানুষ ৷ এর ফলে বছরে ৫০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারের ৷
বিরোধীরা কটাক্ষ করে বলছে, বাজেটের সব ঘোষণাই আসলে ভোটের দিকে তাকিয়ে। বিরোধীদের প্রশ্ন, এত টাকা আসবে কোথা থেকে? ভোটের আগে বাজেট ঘিরে এ ভাবেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে।