নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ নতুন বছরের প্রথম মাসেই টানা ৯ দিন ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা ৷ ২০১৮ সালের জানুয়ারী মাসের শেষ সপ্তাহে দুটি জাতীয় ছুটি বাদেও রয়েছে আরও এক সপ্তাহের উপরি ছুটি উপভোগের সুযোগ ৷ ২০১৮-এর ২২ জানুয়ারি, সোমবার পড়েছে সরস্বতী পুজো, পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ও ২৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস ৷ পরের দু’দিন ২৭ ও ২৮ তারিখ শনি ও রবিবার এমনিই ছুটি ৷ অতএব মাঝে ২৪ জানুয়ারি বুধবার ও ২৫ জানুয়ারি বৃহস্পতিবার ছুটির বন্দোবস্ত করে নিতে পারলে টানা ছুটির সুবর্ণ সুযোগ ৷ সরস্বতী পুজোর আগে অর্থাৎ ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি শনি ও রবিবার হওয়ায় ওই দুটোদিন এমনিই জুড়ে যাচ্ছে ছুটির তালিকায় ৷
advertisement
নির্ধারিত ছুটির বাইরে এই পড়ে পাওয়া চোদ্দ আনা ছুটির একেবারে সোনায় সোহাগা ৷ অতএব দেরি না করে ২০ থেকে ২৮ জানুয়ারি টানা ৯ দিন জমিয়ে ছুটি কাটানোর জম্পেশ পরিকল্পনা আজ থেকেই শুরু হোক ৷