পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল এবং আশপাশের সমস্ত এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে বিডিওর গাড়ির গতিবিধি স্পষ্টভাবে ধরা পড়েছে বলে সূত্রের খবর। সেই ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে ঘটনার দিন থেকে ঠিক কোন কোন পথে যাতায়াত হয়েছিল।
শীত এলেই সাপেরা কোথায় ‘ভ্যানিশ’ হয়ে যায় জানেন? ঘুম নাকি জীবনই শেষ? বিজ্ঞানীরা যা বলছেন
advertisement
বিধাননগর দক্ষিণ থানা এবং বিধাননগর গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে দত্তাবাদ এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সামনে এসেছেন অশোক কর—বিডিওর ফ্ল্যাটে কর্মরত অভিযুক্ত চোর। ঘটনার দিন বিডিওর ফ্ল্যাটে ঠিক কী ঘটেছিল, তা জানার জন্য অশোক করকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, খুনের দিন বিডিও ছাড়াও আরও কয়েকজন ফ্ল্যাটে উপস্থিত ছিল। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই তিনজনকে শনাক্ত করা গিয়েছে বলে সূত্রে খবর, এবং তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
বিধাননগর গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিডিও প্রশান্ত বর্মনের সমস্ত সম্ভাব্য গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।
সবমিলিয়ে, স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক নয়া তথ্য মিললেও, অধরা অভিযুক্ত বিডিও এখনও পুলিশের নাগালের বাইরে—এটাই এখন তদন্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
