সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, এই টোপ দিয়ে সোনার গয়নার কেপমারির অভিযোগ। শিয়ালদা এলাকায় দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের টাকা, দিতে হবে লাইন। তবে লাইনে দাঁড়াতে গেলে সোনার গয়না পরে যাওয়া যাবে না, এই বলে টোপ দিয়ে এক দম্পতির কাছে থেকে সোনার গয়না কেপমারি করে অভিযুক্ত।
আরও পড়ুন: ট্রেন থেকে নামছেন মহিলা, পিঠে ছোট্ট ব্যাগ, সঙ্গে শিশু…ব্যাগ খুলতেই যা বেরলো! চক্ষু চড়কগাছ পুলিশের
advertisement
৫ ডিসেম্বর গয়না খুইয়ে শনিবার এনআরএস হাসপাতালে এসে অভিযুক্তকে চিনে ফেলেন ওই দম্পতি। এরপর পুলিশে খবর দিলে এনআরএস থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এনআরএস হাসপাতাল চত্বরেই থাকেন।
অভিযোগ এনআরএস হাসপাতালে চিকিৎসা করাতে এলে রোগীর পরিজনদের টোপ দিয়ে লুট করত অভিযুক্ত। শিয়ালদা কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নিল এন্টালি থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতের টার্গেট ছিল রোগীর পরিজন ও শিয়ালদা স্টেশন আসা প্রবীন নাগরিকরা।