স্থানীয় সূত্রে খবর, ঘরের সিলিং ফ্যান থেকে ওড়না জড়িয়ে ঝুলছিল ওই তরুণী। বন্ধুর চিৎকার-চেঁচামেঁচি শুনে ছুট আসে আশপাশের লোকজন। তারপরই খবর যায় পুলিশে। যতক্ষণে তরুণীকে উদ্ধার করা হয় ততক্ষণে সব শেষ। তবে মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তরুণীর পরিবারেও খবর গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
যোগ্য প্রার্থী হয়েও আবার এসএসসি পরীক্ষায় বসতে হবে! আক্ষেপ আন্দোলনকারী শিক্ষক হুমায়ুন ফিরোজের
advertisement
একই দিনে জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার এক তরুণী। অভিযোগ জমা পড়েছে হরিদেবপুর থানায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ২০ বছরের ওই তরুণী। অভিযোগ, সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্ত শুরু হয়েছে।