‘প্রেমে বাধা দিচ্ছে পাসপোর্ট কতৃপক্ষ। দুষ্টু লোক।’ – আদালতে সওয়াল প্রেমিকার আইনজীবী সারওয়ার জাহানে’র। পাসপোর্ট কতৃপক্ষের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘পাসপোর্ট আইনের কথাই আদালতে বলছি শুধু। ফৌজদারি বিচারাধীন মামলার পুলিশ ক্লিয়ারেন্স না পেলে ভিসা, পাসপোর্ট দেওয়া যায় না।’’ প্রেমিকার আইনজীবীর পাল্টা সওয়াল, ‘‘বেশিরভাগ রাজনীতিকের পাসপোর্ট বাতিল হওয়া উচিত তাহলে। রাজনীতিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ হওয়া উচিত।’’ ‘‘রাজনীতিবিদদের অনেককে বিদেশেই দেখা যায়’’’- মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
advertisement
প্রসঙ্গত, প্রেমিক আমেরিকায় আর প্রেমিকা ভারতে। বিহারের ভাগলপুরে বাড়ি প্রেমিকের। আমেরিকায় থাকা অবস্থাতেই প্রেম। বর্তমানে প্রেম পর্ব সম্পূর্ণ হয়ে তা বাগদানে পৌঁছেছে। বাগদত্তার কাছে যেতে চেয়ে আবেদন করেও প্রেমিকা ব্যার্থ হন। বেনিয়াপুকুর থানায় একটি চুরি, মারধর ঘটনায় অভিযুক্ত হয়ে পড়েন প্রেমিকা।
পুরনো ২০২৩ সালের মামলা ঘিরেই আটকে যায় বিদেশযাত্রা। সেই মামলার বিচার শুরু হয়নি। প্রেমিকার অভিযোগ, আমেরিকায় বাগদত্তার কাছে পৌছাতে না পারার জন্যই ষড়যন্ত্র করে বেনিয়াপুকুর থানায় মামলা করা হয়।
বিচারাধীন মামলা থাকলেও আমেরিকা বিদেশযাত্রা করতে পারবেন এবার প্রেমিকা। হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে প্রেমিকা। নিউজ 18 বাংলাকে প্রেমিকা জানান, ‘‘হাইকোর্টের নির্দেশ যখন পেয়েছি আমেরিকায় তখন রাত। সকাল হতেই সুখবরটা দেব৷ বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের জন্য এত দীর্ঘ অপেক্ষার পর ওর সঙ্গে দেখা করতে পারব।’’