TRENDING:

চলতি বছরেই যাত্রী নিয়ে মেট্রো দৌড়তে পারে গড়িয়া থেকে রুবি

Last Updated:

Ruby to Garia Metro Rail Service: চলতি সপ্তাহে লাইন পরিদর্শন করতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : মেট্রো ব্যবহারকারীদের জন্য সুখবর। এ বার চালু হতে চলেছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল। চলতি মাসেই এই লাইনে মেট্রোর ট্রায়াল রান শেষ হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসেই ৬ কিলোমিটার পথে মেট্রো চলতে পারে, এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের আধিকারিকরা। চলতি সপ্তাহেই এই লাইন পরীক্ষা করতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷
এ বার চালু হতে চলেছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল
এ বার চালু হতে চলেছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল
advertisement

গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রো লাইনের মধ্যে রুবির কাছে অভিষিক্তা অঞ্চলে একটি জট দেখা গিয়েছিল।  সেই জটের সমাধান হয়েছে। এরপরই ট্রায়াল রানের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, একটি  বা দুটি এসি রেকেই যাত্রী নিয়ে চালানো হবে গড়িয়া থেকে রুবি পর্যন্ত।

আরও পড়ুন :  সমাধান করতে গিয়েই কাল হল! আদি গঙ্গায় সতীঘাট ব্রিজ নিয়ে বেজায় মুশকিলে বাসিন্দারা

advertisement

বর্তমানে নোয়াপাড়া কারশেড থেকে একটি নন এসি রেক আনা হয়েছে কবি সুভাষ স্টেশনে। তা দিয়েই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ৩২ কিলোমিটারের মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত পড়ছে ৫ স্টেশন।রুবি মোড়ের স্টেশনটির নাম দেওয়া হয়েছে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এক বছর আগে থেকেই এই পাঁচটি স্টেশন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, অভিষিক্তার কাছে ১৬০ মিটার ভায়াডাক্টের জট তা পিছিয়ে দেয়। তবে সেই জট  কেটেছে। ফলে গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো পথে প্রথম ফেজের প্যাসেঞ্জার রানে আর কোনও সমস্যা নেই বলে জানাচ্ছে মেট্রো।

advertisement

আরও পড়ুন : শহরের হেরিটেজ ভবনগুলিতে শুরু ‘নীল প্লাগ’ বসানোর কাজ, তালিকায় কিন্তু সব বাড়ি নেই! এর পিছনে রয়েছে বড় কারণ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

তবে ট্রায়াল রান সম্পন্ন হলেও আপাতত এই ৫টি স্টেশনে 'ওয়ান ট্রেন ওনলি' পদ্ধতিতেই মেট্রো চলবে। অর্থাৎ, একবার একটিই রেক চালানো হবে। সেটি গন্তব্যস্থলে পৌঁছলে ফের অন্য রেক যাত্রা শুরু করবে।আপাতত সিগনালিং ব্যবস্থা ছাড়াই নিউ গড়িয়া-রুবি পর্যন্ত মেট্রো ছুটবে। এই পাঁচ কিলোমিটার পথে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। তবে কবি সুকান্ত এবং নিউ গড়িয়া স্টেশনের কাজ সামান্য বাকি রয়েছে। অভিষিক্তা মোড়ে উড়ালপুলের কাজ দীর্ঘদিন জমি জটে আটকে ছিল। তবে জমি জট কাটতেই সেই কাজ শেষ হয়েছে। তাই বছরের শেষেই চালিয়ে দেওয়া হবে মেট্রো।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
চলতি বছরেই যাত্রী নিয়ে মেট্রো দৌড়তে পারে গড়িয়া থেকে রুবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল