শনিবার গার্ডেনরিচ জল প্রকল্পে মেরামতির কাজের জন্য কলকাতার দক্ষিণের বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহে বড়সড় ব্যাঘাত ঘটতে চলেছে। মেয়র ফিরহাদ হাকিম জানান, শনিবার সকালে নিয়মিত জল সরবরাহের পর দুপুর ও রাতের পরিষেবা বন্ধ রাখা হবে। রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
advertisement
গোটা বই নয়! জীবনবিজ্ঞানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পড়ুন এটা! নম্বর উঠবে ৯০ শতাংশের কাছে
এই শাট-ডাউনের জেরে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর ও জোকা-সহ মোট ন’টি বরো এলাকায় প্রভাব পড়বে। এর মধ্যে বরো ৮, ৯, ১০, ১১ ও ১২-এ আংশিক প্রভাব থাকলেও বরো ১৩, ১৪, ১৫ ও ১৬-এ শনিবার দুপুর ও রাতে সম্পূর্ণভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি মহেশতলা এবং বজ বজ এলাকার একাংশেও ওই সময়ে গার্ডেনরিচ জল প্রকল্পের পানীয় জল পৌঁছবে না।
এ ছাড়াও কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গলফগ্রীন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, বাঁশদ্রোনী, সেনপল্লী, প্রফুল্ল পার্ক, পর্নশ্রী ও মেটিয়াব্রুজ-সহ একাধিক এলাকায় বুস্টার পাম্পিং স্টেশন থেকে দুপুর ও রাতের পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শনিবারের জন্য প্রয়োজনীয় জল মজুত রাখার পরামর্শ দিয়েছে পুরসভা।
পুরসভার তরফে জানানো হয়েছে, ভালভ বসানো, পাইপলাইন এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য গার্ডেনরিচ থেকে বিশুদ্ধ জল সরবরাহ করা হবে না কলকাতার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লালকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণি, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক পাম্পিং স্টেশনে। তার প্রভাব পড়বে দক্ষিণ এবং পশ্চিম কলকাতার বিস্তীর্ণ এলাকায়। গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা, বজবজ এলাকায় শনিবার দিনভর বন্ধ থাকবে জল। রবিবার থেকে আবার স্বাভাবিক হবে জল সরবরাহ।
