TRENDING:

আজ দুপুর থেকে জল বন্ধ! কলকাতার দক্ষিণের বেশ কিছু এলাকায় পরিষেবা বিঘ্নিত হতে পারে, আপনার এলাকা রয়েছে কিনা জেনে নিন!

Last Updated:

গার্ডেনরিচ জল প্রকল্পে মেরামতির জন্য শনিবার দক্ষিণ কলকাতার বহু এলাকায় দুপুর ও রাতে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে, ফিরহাদ হাকিম জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে শনিবার পানীয় জল পরিষেবায় বড়সড় ব্যাঘাতের আশঙ্কা। গার্ডেনরিচ জল প্রকল্পে জরুরি মেরামতির কাজের জন্য শনিবার দুপুর ও রাতে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এর জেরে একাধিক বরো ও সংলগ্ন এলাকায় স্বাভাবিক পানীয় জল পরিষেবা ব্যাহত হবে।
৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ, কোন কোন এলাকায় ভোগান্তির আশঙ্কা, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ, কোন কোন এলাকায় ভোগান্তির আশঙ্কা, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
advertisement

শনিবার গার্ডেনরিচ জল প্রকল্পে মেরামতির কাজের জন্য কলকাতার দক্ষিণের বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহে বড়সড় ব্যাঘাত ঘটতে চলেছে। মেয়র ফিরহাদ হাকিম জানান, শনিবার সকালে নিয়মিত জল সরবরাহের পর দুপুর ও রাতের পরিষেবা বন্ধ রাখা হবে। রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

শনিবার বিকেলে শপথ অনুষ্ঠান! মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পওয়ার! এনসিপি প্রধানও তিনিই

advertisement

গোটা ব‌ই নয়! জীবনবিজ্ঞানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পড়ুন এটা! নম্বর উঠবে ৯০ শতাংশের কাছে

এই শাট-ডাউনের জেরে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর ও জোকা-সহ মোট ন’টি বরো এলাকায় প্রভাব পড়বে। এর মধ্যে বরো ৮, ৯, ১০, ১১ ও ১২-এ আংশিক প্রভাব থাকলেও বরো ১৩, ১৪, ১৫ ও ১৬-এ শনিবার দুপুর ও রাতে সম্পূর্ণভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি মহেশতলা এবং বজ বজ এলাকার একাংশেও ওই সময়ে গার্ডেনরিচ জল প্রকল্পের পানীয় জল পৌঁছবে না।

advertisement

এ ছাড়াও কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গলফগ্রীন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, বাঁশদ্রোনী, সেনপল্লী, প্রফুল্ল পার্ক, পর্নশ্রী ও মেটিয়াব্রুজ-সহ একাধিক এলাকায় বুস্টার পাম্পিং স্টেশন থেকে দুপুর ও রাতের পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শনিবারের জন্য প্রয়োজনীয় জল মজুত রাখার পরামর্শ দিয়েছে পুরসভা।

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

পুরসভার তরফে জানানো হয়েছে, ভালভ বসানো, পাইপলাইন এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য গার্ডেনরিচ থেকে বিশুদ্ধ জল সরবরাহ করা হবে না কলকাতার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লালকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণি, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক পাম্পিং স্টেশনে। তার প্রভাব পড়বে দক্ষিণ এবং পশ্চিম কলকাতার বিস্তীর্ণ এলাকায়। গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা, বজবজ এলাকায় শনিবার দিনভর বন্ধ থাকবে জল। রবিবার থেকে আবার স্বাভাবিক হবে জল সরবরাহ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ দুপুর থেকে জল বন্ধ! কলকাতার দক্ষিণের বেশ কিছু এলাকায় পরিষেবা বিঘ্নিত হতে পারে, আপনার এলাকা রয়েছে কিনা জেনে নিন!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল