TRENDING:

ছাপোষা বাড়ি, খাটের তলায় নজর পড়তেই চমক! যেভাবে গার্ডেনরিচে বেরিয়ে এল টাকার পাহাড়...

Last Updated:

Gardenreach money recovery: সূত্রের খবর, আমিরের বাড়িতে ঢুকে খাটের তলায় নজর পড়তেই দেখা যায়, প্লাস্টিকে মোড়া একের পর এক প্যাকেট। আর সেই প্যাকেট খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল নোট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শনিবার ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের খবর, শনিবার সকালে ইডির তল্লাশি অভিযানে নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকের থলিতে মোড়া ৫০০ টাকার অসংখ্য নোটের বান্ডিল পাওয়া গিয়েছে। মিলেছে ২০০০ টাকার নোটের বান্ডিলও। এই বিপুল টাকা গুনতে আটটি টাকা গোনার মেশিনও আনা হয়েছিল। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে সেই টাকা গোনা। গোটা ঘটনায় তাজ্জব এলাকাবাসী। সূত্রের খবর, আমিরের বাড়িতে ঢুকে খাটের তলায় নজর পড়তেই দেখা যায়, প্লাস্টিকে মোড়া একের পর এক প্যাকেট। আর সেই প্যাকেট খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল নোট।
খাটের নীচে কোটি কোটি টাকা
খাটের নীচে কোটি কোটি টাকা
advertisement

এক সময় টালির বাড়ির বাসিন্দা ছিলেন আমির খানরা৷ বন্দরে ট্রাক থেকে মাল ওঠানো নামানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন নাসির খান৷ নাসিরের ছেলে আমির কাজ করত কল সেন্টারে৷ অথচ সেই পরিবারের আর্থিক অবস্থাই বদলে যেতে শুরু করে ২০১১ সাল থেকে৷ যদিও সেই ভাগ্য বদলের পিছনে যে কোটি কোটি টাকার খেলা রয়েছে, তা অবশ্য বুঝতে পারেননি গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকার বাসিন্দারা৷ কারণ নিতান্ত ছাপোষা দোতলার বাড়ির মধ্যে যে কোটি কোটি টাকা মজুত করা রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তারা৷

advertisement

আরও পড়ুন: সেই গার্ডেনরিচেই তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু! শনিবার রাতে উদ্ধার ঝুলন্ত দেহ

স্থানীয় সূত্রে খবর, মাত্র কয়েক বছর আগেও গার্ডেনরিচ এলাকার অ্যাজবেস্টস মোড়ে টালির বাড়িতে ভাড়া থাকত নাসির খানের পরিবার৷ ২০১১ সালে নিজের একটি ট্রাক কিনে ব্যবসা শুরু করেন নাসির৷ সেই সময় কল সেন্টারেই কাজ করত নাসির পুত্র আমির৷ সেই সময় থেকেই নাসির খান এবং তাঁর পরিবারের অবস্থায় আমুল বদল আসে।

advertisement

আরও পড়ুন: তৈরি হচ্ছে ওয়ার রুম, থাকবেন সেনাপতি বনসল, নবান্ন অভিযানে বিজেপির গোপন পরিকল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১১ সালেই অ্যাজবেস্টস মোড় থেকে নাসির খানরা গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকার অপরিসর গলির মধ্যে অবস্থিত একটি দোতলা বাড়িতে চলে আসে৷ যদিও বাইরে থেকে সেই বাড়ি ছিল নিতান্তই সাদামাটা৷ ফলে কখনওই খান পরিবারকে নিয়ে বিশেষ সন্দেহ দানা বাঁধেনি প্রতিবেশীদের মনে৷ কিন্তু সব ধারনা বদলে যায় শনিবার। ইডির হানায় সেই বাড়ি থেকেই বেরিয়ে আসে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ছাপোষা বাড়ি, খাটের তলায় নজর পড়তেই চমক! যেভাবে গার্ডেনরিচে বেরিয়ে এল টাকার পাহাড়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল