সেই সঙ্গে কমিটিতে রয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা। পাশাপাশি কলকাতা পুলিস, বি এল আর ও এবং পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে।
ওই নির্মাণের কোন অনুমতি ছিল কি না, বাহ কিভাবে অনুমতি ছাড়াই নির্মাণ হল, বিদ্যুৎ বন্টন সংস্থা কিভাবে বিদ্যুৎ সরবরাহ করল, ওই জমির প্রকৃতি বা চরিত্র কেমন, বাড়িটি নির্মাণে কি ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, বাড়ির মালিক কে বা কারা সহ সংশ্লিষ্ট যাবতীয় বিষয় নিয়ে তদন্ত করবে এই কমিটি। আগামী সাত দিনের মধ্যেই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন – Viral: কখনও বুকে টেনে নেওয়া, ম্যাচ চলাকালীনই কাঁধে হাত রেখে গল্প, ধোনি-বিরাটের ব্রোমান্স নেট কাঁপাচ্ছে
পাহাড়পুর রোডের হেলে পড়া বাড়িতে( J 474) আবার নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। এর আগেই শুনানিতে ডাকার নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। তারপর ঘটে গেছে গার্ডেনরিচ কান্ড। ২০২৩ এর জুলাই মাসে সেই শুনানি হয়ে গেলে তার ৮ মাস পর আবার নোটিস এল ওই বাড়ির মালিকের কাছে। বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে কিনা তা খতিয়ে দেখতে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিক সহ পুরসভার টিম যাবে আগামী ২৮ শে মার্চ । কলকাতা পুরসভার আইন অনুযায়ী ফের নোটিশ যাওয়ায় আতঙ্ক বাসিন্দাদের।
Biswajit Saha