TRENDING:

Garden Reach Building Collapse: গার্ডেনরিচের বাড়ি ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা

Last Updated:

Garden Reach Building Collapse: কমিটিতে রয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গার্ডেনরিচের নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি তৈরি করল কলকাতা পুরসভা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি তৈরি করেছেন। কলকাতা পুরসভার জয়েন্ট বা যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে এই তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কলকাতা পুরসভা তৈরি করল বিশেষ তদন্ত কমিটি
কলকাতা পুরসভা তৈরি করল বিশেষ তদন্ত কমিটি
advertisement

সেই সঙ্গে কমিটিতে রয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা। পাশাপাশি কলকাতা পুলিস, বি এল আর ও এবং পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে।

ওই নির্মাণের কোন অনুমতি ছিল কি না, বাহ কিভাবে অনুমতি ছাড়াই নির্মাণ হল, বিদ্যুৎ বন্টন সংস্থা কিভাবে বিদ্যুৎ সরবরাহ করল, ওই জমির প্রকৃতি বা চরিত্র কেমন, বাড়িটি নির্মাণে কি ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, বাড়ির মালিক কে বা কারা সহ সংশ্লিষ্ট যাবতীয় বিষয় নিয়ে তদন্ত করবে এই কমিটি। আগামী সাত দিনের মধ্যেই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

advertisement

আরও পড়ুন – Viral: কখনও বুকে টেনে নেওয়া, ম্যাচ চলাকালীনই কাঁধে হাত রেখে গল্প, ধোনি-বিরাটের ব্রোমান্স নেট কাঁপাচ্ছে

পাহাড়পুর রোডের হেলে পড়া বাড়িতে( J 474) আবার নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। এর আগেই শুনানিতে ডাকার নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। তারপর ঘটে গেছে গার্ডেনরিচ কান্ড। ২০২৩ এর জুলাই মাসে সেই শুনানি হয়ে গেলে তার ৮ মাস পর আবার নোটিস এল ওই বাড়ির মালিকের কাছে। বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে কিনা তা খতিয়ে দেখতে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিক সহ পুরসভার টিম যাবে আগামী ২৮ শে মার্চ । কলকাতা পুরসভার আইন অনুযায়ী ফের নোটিশ যাওয়ায় আতঙ্ক বাসিন্দাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাপুজোয় এবার ঘুরে আসুন গুজরাত, বার্নপুরের থিমে ফুটে উঠেছে খোদালধাম
আরও দেখুন

Biswajit Saha

বাংলা খবর/ খবর/কলকাতা/
Garden Reach Building Collapse: গার্ডেনরিচের বাড়ি ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল