TRENDING:

Gangasagar || Eastern Railway: গঙ্গাসাগর মেলার জন্য আজ থেকেই চালু একডজন Special ট্রেন! থাকছে অতিরিক্ত Local! দেখে নিন সময়সূচি...

Last Updated:

Gangasagar || Eastern Railway: ১২টি বিশেষ ট্রেনের মধ্যে ৩টি ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে, ২টি ট্রেন কলকাতা স্টেশন থেকে, ৫টি ট্রেন নামখানা থেকে, ১টি ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে এবং ১টি ট্রেন কাকদ্বীপ থেকে ছাড়বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য এবার আজ থেকে চালু হল বিশেষ ট্রেন। আজ ১২ জানুয়ারি থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বিশেষ ব্যবস্থা চালু থাকবে পূর্ণার্থীদের সুবিধার্থে। বাড়তি ট্রেন চালাতে তৈরি শিয়ালদহ স্টেশন। পূর্বরেলের তরফে গত সোমবারই একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঙ্গাসাগর মেলার সময় পূর্ব রেলওয়ে ১২টি বিশেষ ট্রেন চালাবে। লোকাল বাড়ানো হবে ৩টি।
গঙ্গাসাগর মেলার জন্য শিয়ালদা-কলকাতা থেকে অতিরিক্ত ট্রেন
গঙ্গাসাগর মেলার জন্য শিয়ালদা-কলকাতা থেকে অতিরিক্ত ট্রেন
advertisement

শিয়ালদা দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে ১২টি গ্যালপ ইন মেলা স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল৷ এছাড়াও, সেকশনে ৩টি নিয়মিত লোকাল ট্রেন বাড়ানো হবে। ১২টি বিশেষ ট্রেনের মধ্যে ৩টি ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে, ২টি ট্রেন কলকাতা স্টেশন থেকে, ৫টি ট্রেন নামখানা থেকে, ১টি ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে এবং ১টি ট্রেন কাকদ্বীপ থেকে ছাড়বে।

advertisement

আরও পড়ুন: চা খেতে খেতে কথা বলছিলেন... আচমকা ছুটে এল গুলি! কেতুগ্রামে তৃণমূল নেতার সঙ্গে যা ঘটল হার মানাবে Bollywood সিনেমা

এই বিশেষ ট্রেনগুলি ছাড়াও গঙ্গাসাগরে যাওয়ার জন্য তিনটি মেলা স্পেশাল ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে ছাড়বে। সময়গুলি হল, সকাল ৬.১৫মিনিট, দুপুর ২.৪০ ও বিকেল ৪.২৪ মিনিট। কলকাতা স্টেশন থেকে ৭.৩৫ এ দুটি ট্রেন ছাড়া হবে। এছাড়াও পাঁচটি স্পেশাল ট্রেন নামখানা থেকে ২.০৫ টায়, ৯.১০ টায়, ১১.১৮, ৮.৩৫ মিনিটে ছাড়া হবে। কাকদ্বীপ থেকে ২.৪০ মিনিটে একটি ট্রেন ছাড়বে। ২টো ৪০ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে আরও একটি ট্রেন। এছাড়াও আরও একটি ট্রেন ১২টা ২৩ মিনিটে ছাড়বে।

advertisement

আরও পড়ুন: 'ছ্যাঁচড়া' ও 'লাবড়া'র পার্থক্য কী বলুন তো? বাঙালির প্রিয় দুই পদে আসল ফারাক কোথায়? না জানলে জেনে নিন এই বেলা

গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা এবং মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। রাজ্য প্রশাসনের প্রস্তাব অনুসারে ০৯.০১.২০২৩ থেকে ১৬.০১.২০২৩ পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও হাওড়া ও শিয়ালদহে খোলা হচ্ছে হেল্পডেস্ক।  ১২ থেকে ১৭ জানুয়ারি শিয়ালদহ দক্ষিণ শাখায় দৈনিক অতিরিক্ত ট্রেন চলবে। তিনটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। তবে রাতে বা ভোরে অতিরিক্ত ট্রেন চালানো হবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Gangasagar || Eastern Railway: গঙ্গাসাগর মেলার জন্য আজ থেকেই চালু একডজন Special ট্রেন! থাকছে অতিরিক্ত Local! দেখে নিন সময়সূচি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল