Chhyachra Vs Labra: 'ছ্যাঁচড়া' ও 'লাবড়া'র পার্থক্য কী বলুন তো? বাঙালির প্রিয় দুই পদে আসল ফারাক কোথায়? না জানলে জেনে নিন এই বেলা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Chhyachra Vs Labra: খাদ্যরসিক বাঙালির একেক পদে একেক চমক! তা নিরামিষ হোক বা আমিষ তারতম্যে অন্য সব ভারতীয় রান্নাকে বলে বলে দশ গোল দিতে সবসময় রেডি বাঙালি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লাবড়া কী? সাধারণত পুজো বাড়িতে ব্যবহার করা হয়, এই অসাধারণ রান্নাটি। এই রান্নাটি নিরামিষ হয়, প্রত্যেকটি হিন্দু বাড়িতে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোয় খিচুড়ি ভোগের সঙ্গে এমন একটি অসাধারণ পদ থাকবেই। এর মধ্যে থাকে আলু, মিষ্টি আলু, কাঁচকলা, সিম, বেগুন ও আরও নানা রকম সবজি। সবজি যত বেশি ততই বাড়ে এই পদের স্বাদ। আর এই এক পদেই হতে পারে ভোগের দুর্দান্ত পারফরম্যান্স।
advertisement
ছ্যাঁচড়া কি জানেন? সাধারণত বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা পারলৌকিক কাজের বাড়িতে অনেক মাছ রান্না করা হয়, সেই মাছের তেল পটকা, মাথা মুড়ো, ল্যাজা সমস্ত বেঁচে যাওয়ার পরে শীতকালীন সমস্ত সবজি দিয়ে একটা রান্না করা হয়। তাকে বলা হয় ছ্যাঁচড়া। এটি খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। বাঙালি বিয়েবাড়ির দুপুরের খাওয়ারের মেনুতে এই পদ মাস্ট মাস্ট মাস্ট!
advertisement