TRENDING:

Ganesh Chaturthi 2023: জনকল্যাণে অনুপ্রেরণা! কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে ধুমধাম করে গণপতি বন্দনা

Last Updated:

Ganesh Chaturthi 2023: কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির আগাগোড়াই মানুষের কল্যাণের কথা ভেবে এসেছে। অ্যাডভান্সড বিউটি থেরাপি, অ্যাডভান্সড পোশাক ডিজাইনিং, স্পোকেন ইংলিশ-সহ নানা কোর্স করানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গণপতির বন্দনায় মেতে উঠল কলকাতা। শহরের সিদ্ধিবিনায়ক মন্দিরে উৎসবের আমেজ। শহর জুড়েও রইল তারই রেশ।
advertisement

এই দেবস্থানের ইতিহাস কম আকর্ষণীয় নয়। শৈশবের দুই বন্ধু, রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা, বড় বাজারের প্রায় ২০০ বছরের পুরনো মল্লিক কুঠি কিনেছিলেন। সেখান থেকেই তাঁরা তাঁদের শিল্পযাত্রা শুরুর স্বপ্নকে বাস্তবায়িত করেন। কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে, দুই বন্ধু জনকল্যাণের উদ্দেশ্যে মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়ি শ্রীসিদ্ধিবিনায়কের চরণে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। কোভিডের ঠিক আগে ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি সেই স্থানটি ভগবান সিদ্ধিবিনায়কের চরণে নিবেদন করা হয়েছিল।

advertisement

কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির আগাগোড়াই মানুষের কল্যাণের কথা ভেবে এসেছে। অ্যাডভান্সড বিউটি থেরাপি, অ্যাডভান্সড পোশাক ডিজাইনিং, স্পোকেন ইংলিশ-সহ নানা কোর্স করানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে। এ ছাড়াও কর্তৃপক্ষের উদ্যোগে সারা বছর বিনামূল্যে নানা টেস্ট এবং চিকিৎসারও সুযোগ রয়েছে।

advertisement

আরও পড়ুন: অল্লু অর্জুন থেকে শিল্পা, কার্তিক! তারকারা মেতে উঠলেন গণপতির বন্দনায়, রইল ছবি

আরও পড়ুন: গণপতিকে তুষ্ট করতে প্রসাদের পাতে রাখুন এই সব মিষ্টি! কী ভাবে বানাবেন, রইল রেসিপি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সারা পৃথিবীর কাছেই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির অনুপ্রেরণা হয়ে উঠেছে। এই মন্দিরে কোনও প্লাস্টিক বা প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার হয় না। বিশেষ ভাবে সক্ষমদের জন্যও নানা ব্যবস্থা আছে সেখানে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ganesh Chaturthi 2023: জনকল্যাণে অনুপ্রেরণা! কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে ধুমধাম করে গণপতি বন্দনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল