তবে আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। এদিন মেট্রো রেলের তরফে জানানো হয়, জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায়। তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১০.৩০ মিনিট। এরপর বেলা ১১.৩০, ১২.৩০, ৩.৩০, ৪.৪০ ও ৫.৩০ মিনিটে মিলবে মেট্রো। অর্থাৎ দুই অন্তিম স্টেশন থেকে একঘণ্টা অন্তর চলবে মেট্রো।
advertisement
আরও পড়ুন - Joka Metro: ওয়ান স্টপ সার্ভিস নিয়েই যাত্রা শুরু জোকা মেট্রোর
ফলে আপাতত স্থানীয়রা যে খুব বেশি উপকৃত হবেন না, তা বলাই যায়। অনেকেই যেমন বলছেন, এই মেট্রো চালু হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। কিন্তু এক ঘণ্টা অন্তর মেট্রো চললে বিশেষ লাভ হবে না।জোকা থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। তারাতলা পর্যন্ত গেলে যাত্রীদের কাটতে হবে ২০ টাকার টিকিট। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকাই। এই পরিষেবা চালু ফলে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিবেকাদনন্দ কলেজ, ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের মতো জায়গাগুলিতে।জোকা থেকে তারাতলা মেট্রোয় যাত্রী যথাযথ হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। বেহালাবাসীদের একটা বড় অংশ এই মেট্রো ব্যবহার করবে বলে মনে করছে রেল। আপাতত সিগন্যালিং ব্যবস্থা থেকে শুরু করে, বাকি কাজ দ্রুত সম্পন্ন করতে চাই মেট্রো। যাতে আগামী এক বছরে এই রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো যায়।
ABIR GHOSHAL